কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেছেন এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌরসভার একটি হোটেলে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম লিটন সরকার। তিনি বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধূ দাবি করেন, ১ জুন রাত সাড়ে ১০টার দিকে লিটন সরকার তাঁর স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। তাঁর চিৎকার শুনে স্বামী ঘরে এলে স্বেচ্ছাসেবক লীগ নেতা পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে গৃহবধূর স্বামীর স্বাক্ষরিত চারটি ব্যাংক চেক রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর থেকে তিনি গৃহবধূর স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করার হুমকি দেন। স্থানীয় প্রভাবশালী একাধিক রাজনৈতিক ব্যক্তি তাঁকে প্রশ্রয় দিচ্ছেন। তাঁর নামে আদালতে হত্যাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।
লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও বলেন, ‘আমার দুটি সন্তান ও স্বামী নিয়ে লিটন সরকার ও তাঁর বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। তারা একের পর এক হুমকি দিচ্ছে। তাই আমি আজ নিরুপায়। দয়া করে আপনারা আমার পাশে দাঁড়ান। আমি থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু অদৃশ্য কারণে আমার মামলা এখনো নথিভুক্ত হয়নি। আমি আমার স্বামী ও দুই সন্তানের প্রাণ ভিক্ষা চাই। তার হাত থেকে আমাদের বাঁচান।’
সংবাদ সম্মেলনে ওই গৃহবধূর বড় ভাই বলেন, ‘লিটন সরকারের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। যে তার বিরুদ্ধে মুখ খোলে, তাকেই তিনি মামলা দিয়ে হয়রানি করেন। আমার বোনের এই ঘটনার প্রতিবাদ করায় আমার নামেও মামলা দেওয়া হয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেছেন এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌরসভার একটি হোটেলে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম লিটন সরকার। তিনি বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধূ দাবি করেন, ১ জুন রাত সাড়ে ১০টার দিকে লিটন সরকার তাঁর স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। তাঁর চিৎকার শুনে স্বামী ঘরে এলে স্বেচ্ছাসেবক লীগ নেতা পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে গৃহবধূর স্বামীর স্বাক্ষরিত চারটি ব্যাংক চেক রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর থেকে তিনি গৃহবধূর স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করার হুমকি দেন। স্থানীয় প্রভাবশালী একাধিক রাজনৈতিক ব্যক্তি তাঁকে প্রশ্রয় দিচ্ছেন। তাঁর নামে আদালতে হত্যাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।
লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও বলেন, ‘আমার দুটি সন্তান ও স্বামী নিয়ে লিটন সরকার ও তাঁর বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। তারা একের পর এক হুমকি দিচ্ছে। তাই আমি আজ নিরুপায়। দয়া করে আপনারা আমার পাশে দাঁড়ান। আমি থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু অদৃশ্য কারণে আমার মামলা এখনো নথিভুক্ত হয়নি। আমি আমার স্বামী ও দুই সন্তানের প্রাণ ভিক্ষা চাই। তার হাত থেকে আমাদের বাঁচান।’
সংবাদ সম্মেলনে ওই গৃহবধূর বড় ভাই বলেন, ‘লিটন সরকারের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। যে তার বিরুদ্ধে মুখ খোলে, তাকেই তিনি মামলা দিয়ে হয়রানি করেন। আমার বোনের এই ঘটনার প্রতিবাদ করায় আমার নামেও মামলা দেওয়া হয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রাণের দাবি ছিল ভৈরব নদের ওপর সেতু নির্মাণ। খুলনাবাসীর আন্দোলনের মুখে ২০২১ সালে সেতু নির্মাণ শুরু করা হয়। এ প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। নকশা জটিলতা এবং রেলওয়ের অধিগ্রহণ করা জমি বুঝে না পাওয়ায় অনেকটা থমক
১ ঘণ্টা আগেশিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম এ ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ রাত সাড়ে ১০ টার দিকে মেয়েরা হল থেকে মিছিল নিয়ে বেড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
৩ ঘণ্টা আগে