নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ভুলুয়াপাড়া আলহাজ্ব ছেরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে একদল চোর বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে এবং অফিস কক্ষ থেকে বিভিন্ন শ্রেণিকক্ষের চাবি নিয়ে স্ট্যান্ড ফ্যান, ওয়াল ফিটিং ফ্যান, পানি পাম্প, সাউন্ড বক্স, স্টিলের র্যাক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার।
স্থানীয়রা ও প্রধান শিক্ষক বলেন, শনিবার বিকেল ৪টার সময় বিদ্যালয় অফিস ও শ্রেণিকক্ষ বন্ধ করে শিক্ষকগণ বাসায় চলে যান। রোববার সকাল ৯টায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষে শ্রেণি কক্ষের একটি তালা লাগানো আছে। এ সময় অভিভাবক প্রতিনিধি বেলাল হোসেনকে নিয়ে তালা ভেঙে শিক্ষকগণ অফিসে প্রবেশ করে দেখেন অফিসের ভেতর কোনো ফ্যান নেই। অফিস থেকে শ্রেণিকক্ষের চাবি নিয়ে চোরের দল বিভিন্ন শ্রেণিকক্ষের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এ ছাড়া গত ৫ মাস পূর্বে বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরি হয়েছিল বলে প্রধান শিক্ষক জানান। এ ব্যাপারে প্রধান শিক্ষক শিক্ষা অফিসারকে অবগত করেছেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি শহীদুল্লাহ মজুমদার স্বপন বলেন, 'চুরির ব্যাপারে তিনি প্রশাসনকে অবহিত করার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে। থানায় সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ। চার বছর আগে নতুন ভবন নির্মাণের জন্য তালিকা দেওয়া হলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত নতুন কোনো ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি। বিদ্যালয়ের ভবন না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ভুলুয়াপাড়া আলহাজ্ব ছেরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে একদল চোর বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে এবং অফিস কক্ষ থেকে বিভিন্ন শ্রেণিকক্ষের চাবি নিয়ে স্ট্যান্ড ফ্যান, ওয়াল ফিটিং ফ্যান, পানি পাম্প, সাউন্ড বক্স, স্টিলের র্যাক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার।
স্থানীয়রা ও প্রধান শিক্ষক বলেন, শনিবার বিকেল ৪টার সময় বিদ্যালয় অফিস ও শ্রেণিকক্ষ বন্ধ করে শিক্ষকগণ বাসায় চলে যান। রোববার সকাল ৯টায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষে শ্রেণি কক্ষের একটি তালা লাগানো আছে। এ সময় অভিভাবক প্রতিনিধি বেলাল হোসেনকে নিয়ে তালা ভেঙে শিক্ষকগণ অফিসে প্রবেশ করে দেখেন অফিসের ভেতর কোনো ফ্যান নেই। অফিস থেকে শ্রেণিকক্ষের চাবি নিয়ে চোরের দল বিভিন্ন শ্রেণিকক্ষের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এ ছাড়া গত ৫ মাস পূর্বে বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরি হয়েছিল বলে প্রধান শিক্ষক জানান। এ ব্যাপারে প্রধান শিক্ষক শিক্ষা অফিসারকে অবগত করেছেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি শহীদুল্লাহ মজুমদার স্বপন বলেন, 'চুরির ব্যাপারে তিনি প্রশাসনকে অবহিত করার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে। থানায় সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ। চার বছর আগে নতুন ভবন নির্মাণের জন্য তালিকা দেওয়া হলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত নতুন কোনো ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি। বিদ্যালয়ের ভবন না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি, জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধ করাসহ বেশ কিছু অভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামি দল। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উভয়...
৯ মিনিট আগেসুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে অপহরণের ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ছয় বাংলাদেশি। এ নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। এদিকে মুক্তিপণের জন্য মাথাপিছু ১ লাখ টাকা করে ভারতীয় ফোন নম্বরে পাঠানোর জন্য বলা হচ্ছে বলে দাবি একটি সূত্রের।
৩৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।
৩৯ মিনিট আগেপঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু।
৪০ মিনিট আগে