কুমিল্লা প্রতিনিধি
ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে দৌড়ে বের হওয়ার সময় পদদলিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসের অন্তত ৮০ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ওই গার্মেন্টসের শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় প্রশাসন বলছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে শ্রমিকেরা আহত হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি স্বার্থ কর্মকর্তা সোলায়মান বাদশা জানান, আমাদের কাছে এ পর্যন্ত ৭৫ জন চিকিৎসা নিয়েছে। আমরা চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
এদিকে ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল, বিজ্ঞান অনুষদ ও মসজিদ ভবনে ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, ভূমিকম্পের পরই এসব ফাটল তাঁরা দেখতে পায়। পর্যবেক্ষণের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনটি ভবনে ফাটল দেখা গেছে। কুবির প্রকৌশল দপ্তর থেকে বলা হয়েছে, শঙ্কার কিছু নেই।
জানা যায়, বঙ্গবন্ধু হলের ২০৯ নম্বর কক্ষের দেয়াল ও ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডরের মেঝের দুটি টাইলস উঠে গেছে। একই তলায় নতুন ও ব্লকের সংযোগস্থলের করিডরে নতুন ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ব্লকের দুই করিডরের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচতলাব্যাপী ফাটল ধরেছে। এ ছাড়া নজরুল হলের দোতলার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে নতুন ফাটল দেখা গেছে।
নওয়াব চৌধুরানী ফয়জুনেজা হলের চার তলায় ৪০৩ নম্বর রুম, পাঁচ তলার ৫০৩ ও ৫১১ নম্বর রুম এবং ছাদে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া হলের পুরোনো ফাটলগুলো বড় হয়ে গেছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৫০০১ রুমেও ফাটল দেখা দেয়। এ ছাড়া নতুন নির্মিত শেখ হাসিনা হলের রিডিং রুমে ফাটল দেখা দেয়।
কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ জোবায়ের আহমেদ বলেন, ‘ভূমিকম্প শুরুর সময় আমি নামাজ রুমে পড়ছিলাম হঠাৎ করে কম্পন শুরু হলে প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে। তারপর যখন বুঝলাম ভূমিকম্প হচ্ছে তখন আমি দ্রুত ফাঁকা জায়গায় চলে যাই এবং হল থেকে অনেকেই বেড়িয়ে যেতে দেখি, এ সময় ১৭ তম আবর্তনের আকাশ নামের একজন আহত হয়। ভূমিকম্প শেষে আমার হলে আসলে বিভিন্ন জায়গায় ফাটল দেখতে পাই।’
নওয়াব ফয়জুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, পরিস্থিতি যখন শান্ত হলে দেখি হলের কয়েকটি ফ্লোরে ফাটলের সৃষ্টি হয়েছে। ৪র্থ তলার তিন দিকে ও ৫ম তলার ছাদে ফাটল দেখা দিয়েছে। যা হল এ অবস্থানকারী মেয়েদের জন্য খুবই আতঙ্কের একটি বিষয়। পরবর্তীতে এ রকম কোনো ভূমিকম্প হল ভেঙে পড়ে কি না এ বিষয়টি নিয়ে মেয়েরা খুবই ভয়ে আছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল হাসান বলেন, ভূমিকম্পে যে-সব ভবনে ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ নয়। কারণ এই ভবনগুলোর দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে ভূমিকম্প হলে মূল কাঠামোতে সরাসরি প্রভাব পড়ার আগেই দেয়ালে প্রভাব পড়বে এবং ঝাঁকুনিটা দেয়ালেই লাগবেই। তবে বিষয়টি দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে কথা বলবেন বিষয়টি দেখার জন্য।
ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে দৌড়ে বের হওয়ার সময় পদদলিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসের অন্তত ৮০ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ওই গার্মেন্টসের শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় প্রশাসন বলছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে শ্রমিকেরা আহত হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি স্বার্থ কর্মকর্তা সোলায়মান বাদশা জানান, আমাদের কাছে এ পর্যন্ত ৭৫ জন চিকিৎসা নিয়েছে। আমরা চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
এদিকে ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল, বিজ্ঞান অনুষদ ও মসজিদ ভবনে ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, ভূমিকম্পের পরই এসব ফাটল তাঁরা দেখতে পায়। পর্যবেক্ষণের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনটি ভবনে ফাটল দেখা গেছে। কুবির প্রকৌশল দপ্তর থেকে বলা হয়েছে, শঙ্কার কিছু নেই।
জানা যায়, বঙ্গবন্ধু হলের ২০৯ নম্বর কক্ষের দেয়াল ও ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডরের মেঝের দুটি টাইলস উঠে গেছে। একই তলায় নতুন ও ব্লকের সংযোগস্থলের করিডরে নতুন ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিণ ব্লকের দুই করিডরের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচতলাব্যাপী ফাটল ধরেছে। এ ছাড়া নজরুল হলের দোতলার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে নতুন ফাটল দেখা গেছে।
নওয়াব চৌধুরানী ফয়জুনেজা হলের চার তলায় ৪০৩ নম্বর রুম, পাঁচ তলার ৫০৩ ও ৫১১ নম্বর রুম এবং ছাদে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া হলের পুরোনো ফাটলগুলো বড় হয়ে গেছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৫০০১ রুমেও ফাটল দেখা দেয়। এ ছাড়া নতুন নির্মিত শেখ হাসিনা হলের রিডিং রুমে ফাটল দেখা দেয়।
কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ জোবায়ের আহমেদ বলেন, ‘ভূমিকম্প শুরুর সময় আমি নামাজ রুমে পড়ছিলাম হঠাৎ করে কম্পন শুরু হলে প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে। তারপর যখন বুঝলাম ভূমিকম্প হচ্ছে তখন আমি দ্রুত ফাঁকা জায়গায় চলে যাই এবং হল থেকে অনেকেই বেড়িয়ে যেতে দেখি, এ সময় ১৭ তম আবর্তনের আকাশ নামের একজন আহত হয়। ভূমিকম্প শেষে আমার হলে আসলে বিভিন্ন জায়গায় ফাটল দেখতে পাই।’
নওয়াব ফয়জুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, পরিস্থিতি যখন শান্ত হলে দেখি হলের কয়েকটি ফ্লোরে ফাটলের সৃষ্টি হয়েছে। ৪র্থ তলার তিন দিকে ও ৫ম তলার ছাদে ফাটল দেখা দিয়েছে। যা হল এ অবস্থানকারী মেয়েদের জন্য খুবই আতঙ্কের একটি বিষয়। পরবর্তীতে এ রকম কোনো ভূমিকম্প হল ভেঙে পড়ে কি না এ বিষয়টি নিয়ে মেয়েরা খুবই ভয়ে আছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল হাসান বলেন, ভূমিকম্পে যে-সব ভবনে ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ নয়। কারণ এই ভবনগুলোর দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে ভূমিকম্প হলে মূল কাঠামোতে সরাসরি প্রভাব পড়ার আগেই দেয়ালে প্রভাব পড়বে এবং ঝাঁকুনিটা দেয়ালেই লাগবেই। তবে বিষয়টি দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে কথা বলবেন বিষয়টি দেখার জন্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস)সহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে প্রাথমিক প্রার্থী তালিকায় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন ছেলেসহ বিজয়ী হয়েছেন ২২ জন।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ফোরামের পক্ষ থেকে আগামীকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক
৩ ঘণ্টা আগেস্বামী বাবুল মিয়ার ঋণের বোঝার জন্য দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ লেগেছিল স্ত্রী বীথি আক্তার বিলকিসের সঙ্গে। সেই কলহ থেকে মুক্তি পেতে বাবুল মিয়া স্ত্রীকে হত্যা করেন। পরিকল্পনা অনুযায়ী ভাড়া করা তিন বন্ধুকে নিয়ে বিলকিসকে শ্বাসরোধে হত্যার পর রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরের কাশবনে মরদেহ ফেলে রাখেন...
৪ ঘণ্টা আগেফুলবাড়ীতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। পরে স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
৪ ঘণ্টা আগে