Ajker Patrika

কৃষকের টাকায় কৃষি কর্মকর্তার এসি বিলাস

  • নতুন পুষ্টিবাগানের ১৩ ও পুরোনো বাগানের ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।
  • প্রণোদনার বীজের ১৩ ও সারের ১০ লাখসহ ৪৪ লাখ টাকা আত্মসাৎ।
  • সরকারি বরাদ্দ না পেলেও ‘প্রণোদনার’ টাকায় অফিসের বিলাসবহুল ইন্টেরিয়র ডিজাইন।
  • খোলাবাজার থেকে কৃষককে নিম্নমানের বীজ প্রদান, হয়নি আশানুরূপ ফলন।
মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭: ৪৪
জোবায়ের আহমেদ। ছবি: সংগৃহীত
জোবায়ের আহমেদ। ছবি: সংগৃহীত

সরকার মাঠপর্যায়ে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে কৃষকদের পারিবারিক পুষ্টিবাগান গড়ে তুলতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। অথচ সেই পুষ্টিবাগানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুমিল্লার চৌদ্দগ্রামের কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের বিরুদ্ধে। তিনি পুষ্টিবাগানগুলো তৈরি না করে বরাদ্দের সিংহভাগ টাকা ভুয়া বিল-ভাউচার করে আত্মসাৎ করেছেন।

অভিযোগ রয়েছে, চলতি অর্থবছরে মাঠে চাষযোগ্য বিভিন্ন ধরনের শীতকালীন হাইব্রিড জাতের বীজ ও সারের নগদ অর্থ আত্মসাৎ করেছেন। শুধু তা-ই নয়, গত বছরের ভয়াবহ বন্যা-পরবর্তী কৃষকের প্রণোদনার ১২ হাজার কেজি সার ও হাইব্রিড জাতের ধানের কয়েক লাখ টাকাও আত্মসাৎ করেছেন এই কর্মকর্তা। কৃষকের টাকা আত্মসাৎ করে তিনি নিজের অফিসে কয়েক লাখ টাকা ব্যয় করে ইন্টেরিয়র ডিজাইন করেছেন এবং শীতল হাওয়ার জন্য এসি বিলাসে মেতে উঠেছেন।

সরেজমিনে কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের অফিসে গিয়ে দেখা গেছে, কয়েক লাখ টাকা খরচ করে তিনি ইন্টেরিয়র ডিজাইন করিয়েছেন। বসিয়েছেন ২ টনি একটি এসি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই বিলাসিতার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোনো অর্থ বরাদ্দ দেয়নি। স্থানীয় সূত্রের দাবি, কৃষকের জন্য বরাদ্দের টাকা দিয়েই তিনি এই বিলাসিতা করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয় পারিবারিক পুষ্টিবাগানের জন্য অর্থ বরাদ্দ করে। এর মধ্যে নতুন ২৪১টি পুষ্টিবাগানের জন্য ৭ হাজার করে ১৬ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ এই কর্মকর্তা ২৪১টি পুষ্টিবাগানে ৫ হাজার ৭০০ করে বিভিন্ন ধরনের বীজ ও সার প্রদান করে ৩ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

একইভাবে, পুরোনো ৩৫০টি পুষ্টিবাগান সংস্কারের জন্য কৃষকপ্রতি ৫ হাজার করে ১৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ ৩৫০ জন কৃষককে ৫০০ করে দিয়ে ১৫ লাখ ৭ হাজার টাকা আত্মসাৎ করেন। এই টাকা আত্মসাৎ করতে তিনি ভুয়া বিল-ভাউচার তৈরি করেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ৬ অক্টোবর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজির বীজ, সার ও নগদ অর্থসহায়তা বাবদ ১৫০০ কৃষকের জন্য ৪৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা বরাদ্দ দেয়। এতে কৃষকপ্রতি ৩ হাজার ২১০ টাকা বরাদ্দ করা হয়।

ফলন ভালো করার জন্য কৃষকপ্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বরাদ্দ করা হয়। পরিপত্রে ২৭ লাখ টাকার বীজ ক্রয়ের জন্য একটি ক্রয় কমিটি গঠনের বিধান থাকলেও এই কর্মকর্তা কোনো কমিটি গঠন করেননি। বিএডিসি কর্তৃক প্রয়োজনীয় সার সরবরাহ করা না হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন নিয়ে বিএডিসির ডিলারদের কাছ থেকে বীজ ক্রয়ের নির্দেশনা থাকলেও তিনি উপজেলার ১৮টি বিএডিসি ডিলারের কাছ থেকে না নিয়ে খোলাবাজার থেকে নিম্নমানের বীজ কিনে ভুয়া বিল-ভাউচার করে ১৩ লাখ ৫০ হাজার টাকা নিজের পকেটে ঢোকান। ফলে গত শীতকালীন মৌসুমে প্রণোদনার সবজি আশানুরূপ ফলন দেয়নি।

এদিকে গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি মন্ত্রণালয় ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার কৃষকের জন্য ১৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। এতে করে প্রতিজন কৃষককে ৫ কেজি করে ব্রিধান ৭৫, ব্রিধান ১৭ এবং বিনা ধান ১৭ জাতের ধানের বীজ কিনে বিতরণের নির্দেশনা দেওয়া হয়। সরকারি দামে প্রতি কেজি ধান নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। কিন্তু তিনি খোলাবাজার থেকে নিম্নমানের এসব বীজ ৪০ টাকা কেজি দরে ক্রয় করেন।

এ ছাড়া উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি অর্থবছরের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়া এবং আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৬ হাজার কৃষকের মধ্যে বিনা মূল্যে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু তিনি সেখানে ৫ কেজি করে সার দিয়ে বাকি সার আত্মসাৎ করেন, যার মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, ‘আমাদের মাঝেমধ্যে কৃষি অফিস থেকে কিছু সার ও বীজ দেওয়া হয়। তবে প্রতিজনের বরাদ্দ কত তা আমরা জানি না।’ এক শীতকালীন সবজিচাষি বলেন, ‘এ বছর শীতকালের জন্য বিভিন্ন জাতের বীজ দেওয়া হয়েছে; কিন্তু তা অত্যন্ত নিম্নমানের। ফলনও ভালো হয়নি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জোবায়ের আহমেদ বলেন, ‘প্রতিটি ক্রয় এবং বরাদ্দ ইউএনওর অনুমতি নিয়ে করেছি। আমি কোনো দুর্নীতি বা অনিয়ম করিনি।’ নিজের অফিসের ইন্টেরিয়র ডিজাইন ও এসির জন্য কোনো বরাদ্দ এসেছে কি না, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে সংযোগবিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ইউএনও মো. জামাল হোসেন বলেন, ‘আমি এই কার্যালয়ে যোগদান করেছি সাড়ে ৩ মাস হলো। যে বরাদ্দের কথা বলেছেন, তা আমি যোগদানের আগের। আমার জানামতে, কৃষি অফিসের কোনো বিলে এখনো স্বাক্ষর করিনি। আপনাদের মাধ্যমে অনিয়মের যে অভিযোগ পেয়েছি, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন মহলে চিঠি লিখব।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আইউব মাহমুদ বলেন, ‘আপনাদের মাধ্যমে চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অফিসের অনিয়মের কথা জানতে পারলাম। এ বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে কৃষি কর্মকর্তা দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১১: ১৪
দিপু চন্দ্র দাস। ছবি: সংগৃহীত
দিপু চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

আজ শনিবার ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আটককৃতরা হলেন: মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক টিম ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাতজনকে আটক করা সম্ভব হয়।

উল্লেখ্য, কয়েক দিন আগে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ওই হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছিলেন। পুলিশ ও র‍্যাব যৌথভাবে তদন্ত শুরু করার পর আজ কয়েকজন অভিযুক্তকে আটক করা হলো।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অধিকতর তদন্তের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত ১২টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে ঘটনাস্থলে আসে। তারা আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার সময় আনিসুল ইসলাম কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না।

হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ছিল এবং অধিকাংশের মুখে মাস্ক পরা ছিল। তারা ঘরের আসবাব তছনছ করে একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার পুড়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিদের শনাক্তে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরা প্রতিনিধি 
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১১: ০৪
মাগুরা থানা। ছবি: আজকের পত্রিকা
মাগুরা থানা। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মাহবুবুল আলম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জেলা জজ আদালত-সংলগ্ন ডক্টরস মেডিকেল কলেজ ছাত্রাবাসের পাশে দোতলা ‘জোহা ভবনে’ এই আগুন লাগানোর ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

জোহার ভবন-সংলগ্ন একটি চায়ের দোকানের মালিক প্রদীপ মণ্ডল এবং ডেকোরেটর ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর কয়েকজন দুই লিটারের অকটেনের বোতল সিমেন্টের ব্যাগের ভেতর ভরে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। পরে তারা মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভবনটির সব সময় জানালা-দরজা লাগানো থাকে বলে আগুন বেশি দূর ছড়াতে পারেনি। তাঁরা জানান, এই ভবনে একমাত্র কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস থাকেন।

এ বিষয়ে কেয়ারটেকার ইনজার আলী জানান, তিনি ঘটনার সময় বাইরে ওষুধ কিনতে গিয়েছিলেন। বাড়িতে এসে দেখেন প্রতিবেশীরা আগুন নেভাচ্ছেন।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তদন্ত চলছে। কারা এই ঘটনায় জড়িত, তা খুঁজে দেখা হবে।

এদিকে আজ শনিবার সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তেলের বোতল, মশালের টুকরাসহ কিছু আলামত সংগ্রহ করেছে। তিনি বলেন, কারা এই নাশকতার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশের একটি দল কাজ করে যাচ্ছে। তবে এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিএনপি নেতার ঘরে আগুন লাগানোর অভিযোগ, শিশুর মৃত্যু, দগ্ধ তিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১০: ৫৭
আগুনে জ্বলছে ঘর। ছবি: আজকের পত্রিকা
আগুনে জ্বলছে ঘর। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে তালা মেরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে আয়েশা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন বেলাল হোসেন এবং তাঁর আরও দুই মেয়ে।

বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ দুই শিশু বীথি আক্তার (১৪) ও স্মৃতি আক্তারের (১৭) অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বিএনপির নেতা-কর্মীরা জানান, ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ হন বেলাল হোসেন এবং তাঁর আরও দুই মেয়ে। পরে স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, এক শিশুকে মৃত এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল বলেন, বেলাল হোসেনের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। দুই শিশুর শরীর ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরও তিনজন অগ্নিদগ্ধ। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিতভাবে নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত