Ajker Patrika

কুমিল্লায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৪: ৫৬
কুমিল্লায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ, নিহত ১

কুমিল্লা নগরীর মোগলটুলিতে মাদকের টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহাবুব হোসেন মান্না (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত মান্না নগরীর গাংচর চৌধুরীপাড়া সড়কের আব্দুল কাদিরের ছেলে। আজ মঙ্গলবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মান্নার সঙ্গে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে সোমবার রাতে দু-গ্রুপের মারামারির ঘটনা ঘটে, একপর্যায়ে বেশ কয়েকজন কিশোর মান্নানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়, এ সময় মান্নার সহযোগী মো. জহির নামে আরেকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ভোরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করে। 

কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ হানিফ বলেন, ‘দুটি গ্রুপের মধ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। এ ছাড়া নিহত মান্নার বিরুদ্ধে তিনটি মাদক মামলা আর একটি চাঁদাবাজির মামলা রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, নিহত ও হত্যাকারীরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ বিষয়ে পুলিশ মাঠে কাজ করছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত