কুমিল্লা প্রতিনিধি
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।’
আজ শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৩৫ জনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে—ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, স্বাধীন মানুষের জন্য তা অত্যন্ত কলঙ্কজনক।’
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি মনে করেন, ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না। তাহলে বলতে হয়, শেখ হাসিনার চেয়ে তো বেশি আশীর্বাদ ছিল না, সেই শেখ হাসিনার কী পরিণতি দেশের জনগণ করেছে—তা আপনার স্পষ্টভাবে দেখতে পেরেছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, জনগণের ম্যান্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।’
স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করা নিয়ে আলোচনা করব এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নেব। আমিও বলব, যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।’
আরও বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেনের ভাই কাজী জুন্নুন বসরী, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের কামরুল হাসান, হেফাজতে ইসলামের মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের মাওলানা আ ন ম ইলিয়াস ও মনসুর মিয়া, ইসলামী আন্দোলনের এম এম মনিরুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম।
এর আগে মুরাদনগর উপজেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।’
আজ শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৩৫ জনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে—ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, স্বাধীন মানুষের জন্য তা অত্যন্ত কলঙ্কজনক।’
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি মনে করেন, ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না। তাহলে বলতে হয়, শেখ হাসিনার চেয়ে তো বেশি আশীর্বাদ ছিল না, সেই শেখ হাসিনার কী পরিণতি দেশের জনগণ করেছে—তা আপনার স্পষ্টভাবে দেখতে পেরেছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, জনগণের ম্যান্ডেটকেই একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।’
স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করা নিয়ে আলোচনা করব এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নেব। আমিও বলব, যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।’
আরও বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেনের ভাই কাজী জুন্নুন বসরী, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের কামরুল হাসান, হেফাজতে ইসলামের মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের মাওলানা আ ন ম ইলিয়াস ও মনসুর মিয়া, ইসলামী আন্দোলনের এম এম মনিরুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম।
এর আগে মুরাদনগর উপজেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
৯ মিনিট আগেসামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে সড়কে। থাকে কমপক্ষে সপ্তাহ ধরে। আর যদি এরমধ্যে আবারও বৃষ্টি হয় তাহলে দুর্ভোগের সময় বাড়ে আরও কয়েকগুণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলুটারি সড়কে এমন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় এ দূর্দশার সৃষ্টি হয় বলে...
১৭ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে দুই সন্তানসহ বাবা-মা দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বউবাজারে লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেচুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের দায়িত্ব পান ঢাকার মিরপুরের মেসার্স মিরন এন্টারপ্রাইজ। ৮ কোটি ৯৪ লক্ষ ১৮ হাজার ৬শ টাকা বরাদ্দ পাওয়া নির্মাণ কাজটি মিরপুরের মেসার্স মিরন এন্টারপ্রাইজের নামে থাকলেও তাদের হয়ে এখানে কাজটি দেখাশোনা করছেন চুয়াডাঙ্গার স্থানীয়...
১ ঘণ্টা আগে