Ajker Patrika

বিয়ে করেননি পরকীয়া প্রেমিক, স্বামীকে সঙ্গে নিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
বিয়ে করেননি পরকীয়া প্রেমিক, স্বামীকে সঙ্গে নিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনায় বিয়ে না করায় স্বামীকে নিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা করেন গৃহবধূ ফাতেমা আকতার (২৮)। এ ঘটনায় ফাতেমা ও তাঁর স্বামী শুক্কুর আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান।

নিহত আরিফ হোসেন (৪০) সুনামগঞ্জের ছাতক উপজেলার সাতগাঁও এলাকার আলাই মিয়ার ছেলে। তিনি কুমিল্লার চান্দিনায় বাসা ভাড়া করে থাকতেন। সেখানেই তাঁকে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুই বছর ধরে শুক্কুর আলীর সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন আরিফ হোসেন। সেই সুবাদে শুক্কুর আলীর বাড়িতে আরিফের যাতায়াত ছিল। একপর্যায়ে শুক্কুর আলীর স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে আরিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে আরিফের বাসায় গিয়ে ওঠেন ফাতেমা। কিন্তু আরিফ তাঁকে বিয়ে করবেন না বলে বুঝতে পারেন ফাতেমা।

নাজমুল হাসান বলেন, এ ব্যাপারে ক্ষুব্ধ হয়ে ফাতেমা মনে মনে আরিফকে হত্যার পরিকল্পনা করেন। গত ৭ আগস্ট স্বামী শুক্কুর আলীকে গোপনে পরকীয়া প্রেমিক আরিফের বাড়িতে ডেকে নেন ফাতেমা। শুক্কুর আলী রাতে ঘরের খাটের নিচে লুকিয়ে ছিলেন। আরিফ ঘুমিয়ে পড়লে গভীর রাতে শুক্কুর আলী ও ফাতেমা মিলে তাঁকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেন।

গ্রেপ্তার শুক্কুর আলী সুনামগঞ্জের ছাতক উপজেলার ছত্রিশ কালীপুর গ্রামের বাসিন্দা। আসামি ফাতেমা বেগমের বাড়ি একই উপজেলার গাবুরগাঁও এলাকায়।

এ ঘটনায় নিহতের ভাই তারিছ আলী গতকাল বৃহস্পতিবার রাতে বাদী হয়ে চান্দিনা থানায় হত্যা মামলা করেছেন। গত বুধবার কুমিল্লার চান্দিনা উপজেলার ছাড়াগাঁও এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত কবির সোহায়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাবুদ্দিন খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত