Ajker Patrika

অস্ত্র-গুলিসহ উখিয়ায় ২ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টিভি টাওয়ার এল‍াকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত গনি মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৬৫) এবং ঘোনারপাড়া ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত ঠান্ডা মিয়ার ছেলে আকতার হোসেন (২৬)।

সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন টিভি টাওয়ার এলাকায় কতিপয় লোকজন মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

আটক রোহিঙ্গাদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত