কক্সবাজার প্রতিনিধি
সাগরে ট্রলার বিকল হয়ে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া বিজিপির দুই সদস্যসহ ৩৩ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সাগরে শূন্য রেখায় গিয়ে তাদের স্বদেশে পুশব্যাক করে বিজিবি। এ সময় কোস্ট গার্ডের টহল দলও উপস্থিত ছিল।
এর আগে ভোররাতে রাখাইনের মংডু থেকে সিটওয়ে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়লে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ভেসে আসে রোহিঙ্গাবোঝাই ট্রলারটি।
ট্রলারটিতে ৩১ জন রোহিঙ্গার মধ্যে পুরুষ ১০ জন, নারী ১০ জন ও শিশু ১১টি। মিয়ানমারের বিজিপির ২ সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট। এই রোহিঙ্গারা গতকাল বৃহস্পতিবার বিকেলে মংডু শহর থেকে যাত্রা করেছিল। ট্রলারে করে মিয়ানমারের জলসীমায় থাকা নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাঁদের। আর মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তাঁরা সিটওয়ে শহরে যাওয়ার কথা ছিল।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল জানিয়েছেন, আজ বিকেলে বিজিবি কর্মকর্তারা এসে কোস্ট গার্ডের সহায়তায় বিজিপির দুই সদস্যসহ ৩৩ মিয়ানমার নাগরিককে সাগরের জলসীমা দিয়ে মিয়ানমারে পুশব্যাক করে।
এ বিষয়ে টেকনাফ ও সেন্ট মার্টিন বিজিবির কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।
সাগরে ট্রলার বিকল হয়ে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া বিজিপির দুই সদস্যসহ ৩৩ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সাগরে শূন্য রেখায় গিয়ে তাদের স্বদেশে পুশব্যাক করে বিজিবি। এ সময় কোস্ট গার্ডের টহল দলও উপস্থিত ছিল।
এর আগে ভোররাতে রাখাইনের মংডু থেকে সিটওয়ে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়লে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ভেসে আসে রোহিঙ্গাবোঝাই ট্রলারটি।
ট্রলারটিতে ৩১ জন রোহিঙ্গার মধ্যে পুরুষ ১০ জন, নারী ১০ জন ও শিশু ১১টি। মিয়ানমারের বিজিপির ২ সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট। এই রোহিঙ্গারা গতকাল বৃহস্পতিবার বিকেলে মংডু শহর থেকে যাত্রা করেছিল। ট্রলারে করে মিয়ানমারের জলসীমায় থাকা নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাঁদের। আর মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তাঁরা সিটওয়ে শহরে যাওয়ার কথা ছিল।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল জানিয়েছেন, আজ বিকেলে বিজিবি কর্মকর্তারা এসে কোস্ট গার্ডের সহায়তায় বিজিপির দুই সদস্যসহ ৩৩ মিয়ানমার নাগরিককে সাগরের জলসীমা দিয়ে মিয়ানমারে পুশব্যাক করে।
এ বিষয়ে টেকনাফ ও সেন্ট মার্টিন বিজিবির কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।
জানা গেছে, ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্যগুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র...
৫ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ছয়জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রমাণস্বরূপ বিষধর সাপও নিয়ে হাসপাতালে চলে আসেন।
৭ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওটানা কুরেরপাড় হাওরে এ ডাকাতির ঘটনা ঘটে।
৯ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রামসংলগ্ন পদ্মা নদীতে হরনে সাহা (৬৫) নামের একজনের মরদেহ ভাসতে দেখা যায়। এ ছাড়া বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতিসংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামের আরেকজনের মরদেহ পাও
৩১ মিনিট আগে