Ajker Patrika

নিখোঁজের ২০ ঘণ্টা পর মাতামুহুরী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা
নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে নদীতে এক যুবককে ডুবে যেতে দেখেন স্থানীয়রা। তাঁর বয়স ৩৫-৪০ বছর।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে মাতামুহুরী নদীতে অজ্ঞাত এক যুবক গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীতে ডুবে যাচ্ছিলেন। এ সময় চিৎকার করলে স্থানীয়রা তা শুনতে পায়। এ সময় নদীতে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর পাঠায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ সকালে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর নদীতে মেনে যুবকের মরদেহ উদ্ধার করে।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু জাফর বলেন, ‘ডুবুরি দল নদীতে নামার ১০ মিনিট পর যুবকের মরদেহ উদ্ধার করে। তাঁর পরিচয় শনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে ছবি পাঠানো হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থল আসছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত