কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে, পরে ধাপে ধাপে আরও ফ্লাইট যুক্ত করা হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও সম্প্রসারিত রানওয়ের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন উপদেষ্টা। তিনি বিমানবন্দরের জমিতে অবৈধভাবে বসবাসরত লোকজন ও স্থানীয় সচেতন নাগরিকদের চলমান উন্নয়নকাজে সহযোগিতা করার আহ্বান জানান।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনি বিমানবন্দরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি নতুন আন্তর্জাতিক টার্মিনালের অ্যারাইভাল হল, চেক-ইন কাউন্টার, প্রস্তাবিত ইমিগ্রেশন এলাকা, মেজানাইন, এলিভেশনসহ নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে সম্প্রসারিত রানওয়ে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সম্প্রসারিত রানওয়েতে ভবিষ্যতে বড় বড় বিমান অবতরণ করবে। এ জন্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।
প্রসঙ্গত, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অংশ হিসেবে ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে সম্প্রসারণ করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। পাশাপাশি নির্মাণাধীন রয়েছে আন্তর্জাতিক মানের যাত্রী টার্মিনাল ভবন। এসব কাজ শেষ হলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে, পরে ধাপে ধাপে আরও ফ্লাইট যুক্ত করা হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও সম্প্রসারিত রানওয়ের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন উপদেষ্টা। তিনি বিমানবন্দরের জমিতে অবৈধভাবে বসবাসরত লোকজন ও স্থানীয় সচেতন নাগরিকদের চলমান উন্নয়নকাজে সহযোগিতা করার আহ্বান জানান।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনি বিমানবন্দরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি নতুন আন্তর্জাতিক টার্মিনালের অ্যারাইভাল হল, চেক-ইন কাউন্টার, প্রস্তাবিত ইমিগ্রেশন এলাকা, মেজানাইন, এলিভেশনসহ নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে সম্প্রসারিত রানওয়ে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সম্প্রসারিত রানওয়েতে ভবিষ্যতে বড় বড় বিমান অবতরণ করবে। এ জন্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।
প্রসঙ্গত, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অংশ হিসেবে ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে সম্প্রসারণ করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। পাশাপাশি নির্মাণাধীন রয়েছে আন্তর্জাতিক মানের যাত্রী টার্মিনাল ভবন। এসব কাজ শেষ হলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠকেরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২৭ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৪৩ মিনিট আগে