কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে তিন লবণ-শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে আরেকজন মারা যান।
মৃত তিনজন হলেন উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া গ্রামের আবুল ফজলের ছেলে মোহাম্মদ রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মোহাম্মদ নেছার (৩২) এবং একই এলাকার মতিনের ছেলে মো. আনছার (৪০)।
স্থানীয় হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে পলিথিন ও লবণ ওঠানোর জন্য ৪০-৫০ জন শ্রমিক মাঠে যায়। এর মধ্যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। তাতে ঠান্ডায় ৬-৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
তাঁদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রিদওয়ানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
ইউপি চেয়ারম্যান মীর কাশেম আরও জানান, লবণ মাঠে পলিথিন ওঠাতে গিয়ে নিখোঁজ নেছারকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় এবং সাড়ে ১১টার দিকে মো. আনছারের লাশ উদ্ধার করা হয়। এ সময় সোনা মিয়া নামের আরেক শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘লবণ মাঠে কাজ করতে গিয়ে তিনজনের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে তিন লবণ-শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে আরেকজন মারা যান।
মৃত তিনজন হলেন উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া গ্রামের আবুল ফজলের ছেলে মোহাম্মদ রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মোহাম্মদ নেছার (৩২) এবং একই এলাকার মতিনের ছেলে মো. আনছার (৪০)।
স্থানীয় হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে পলিথিন ও লবণ ওঠানোর জন্য ৪০-৫০ জন শ্রমিক মাঠে যায়। এর মধ্যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। তাতে ঠান্ডায় ৬-৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
তাঁদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রিদওয়ানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
ইউপি চেয়ারম্যান মীর কাশেম আরও জানান, লবণ মাঠে পলিথিন ওঠাতে গিয়ে নিখোঁজ নেছারকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় এবং সাড়ে ১১টার দিকে মো. আনছারের লাশ উদ্ধার করা হয়। এ সময় সোনা মিয়া নামের আরেক শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘লবণ মাঠে কাজ করতে গিয়ে তিনজনের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানি করতে ১ হাজার ২০০ কোটি টাকায় নেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। বারইয়ারহাট (চট্টগ্রামের মিরসরাই)-হেঁয়াকো (ফটিকছড়ি)-রামগড় (খাগড়াছড়ি) সড়ক প্রশস্তকরণের সেই কাজ মাঝপথে রেখে উধাও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
২ ঘণ্টা আগেমনু নদের স্রোত বয়ে আনে বহু টুকরা গাছ। সেগুলোই জীবনধারণের ভরসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহু পরিবারের। বর্ষায় বৃষ্টির সঙ্গে নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন স্রোতে ভেসে আসে এগুলো।
৩ ঘণ্টা আগেচাঁদপুরের আশি-ঊর্ধ্ব আশরাফুল আলমের (ছদ্মনাম) দেড় বছর আগে পায়ুপথে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তিনি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) আসেন। তখন থেকে এ পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে তাঁকে আটটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে নদীর তীর রক্ষার জন্য ৫ কোটি টাকায় নির্মিত বাঁধ এক মাসও টেকেনি। উপজেলার চতরা ইউনিয়নের আখিরা শাখা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত নদীতীর প্রতিরক্ষা কাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই ধসে পড়েছে।
৩ ঘণ্টা আগে