Ajker Patrika

যুবলীগ নেতাকে গুলি, নেতাকর্মীদের অবরোধে ৩ ঘণ্টা অচল পর্যটন নগরী

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২৩: ৫৮
যুবলীগ নেতাকে গুলি, নেতাকর্মীদের অবরোধে ৩ ঘণ্টা অচল পর্যটন নগরী

কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের বিরুদ্ধে যুবলীগের নেতা হত্যা প্রচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ মামলার জের ধরে কক্সবাজার শহরে মেয়রের সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা রাস্তাঘাট অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছে। এতে শহরের শপিংমল, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 

রোববার সন্ধ্যার দিকে মামলার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার শহরে মেয়রের অনুসারী কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে পড়ে। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা তিন ঘণ্টা চলার পর পর্যটকদের কথা চিন্তা করে সোমবার (১ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তারা। যদিও প্রথমে তাঁরা আজ রোববার রাত ১২টার মধ্যে প্রশাসনকে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পুরো কক্সবাজার অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

আজ সন্ধ্যা ৬টা থেকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও পৌরসভার গাড়ি দিয়ে সড়কে অবরোধ করছে মেয়রের সমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদের নেতারা বক্তব্য রাখেন। 

এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, টেকনাফ-কক্সবাজার সড়ক ও মেরিন ড্রাইভ সড়কে শত শত যান আটকা পড়ে। এ ছাড়া শহরের হোটেল-মোটেল জোনের কলাতলীতে পর্যটকেরা আটকা পড়েছেন বলে ব্যবসায়ীরা জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের প্রধান সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়, থানা ফটক, কলাতলী ও বাস টার্মিনালসহ অন্তত অর্ধশতাধিক এলাকায় খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করছে মেয়রের সমর্থকেরা। তবে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়েনি। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেছেন। 

এ বিষয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাঁর ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা রুজু হয়েছে। রাজনীতি করতে গেলে জীবনে এ ধরনের অনেক মামলা জেল জুলুম হুলিয়ার সম্মুখীন হতে হয় সেটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের ভালোবাসায় যেহেতু আজকের মুজিব হয়েছি সেহেতু এই মামলাতেও আমাকে ঠেকানো যাবে না, ইনশা আল্লাহ।’ 

কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, হত্যা চেষ্টা ধারায় মেয়র মুজিবকে প্রধান আসামি করে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, গত বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগ নেতা মুনাফ সিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মুনাফ সিকদার শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত