টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বিশ্ব শান্তির লক্ষ্যে ‘ওয়াক ফর পিস’ শিরোনামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন এস মুরাদ জুবায়েদ (৩৪) নামের এক যুবক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদযাত্রা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন।
আজ সোমবার বিকেল ৪টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন মুরাদ। পেশায় মুরাদ একজন উদ্যোক্তা। তিনি গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
মাত্র ২০ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাঁর। এ সময় তিনি ‘নির্দিষ্ট জায়গাতে ময়লা ফেলি, দেশ পরিষ্কার রাখি ও আদর্শ নাগরিক হই’—এই তিনটি নীতিবাক্য ব্যবহার করছেন। পদযাত্রায় তাঁকে নিরাপত্তা ও দেখভাল করার জন্য চালকসহ দুজন রয়েছেন। একটি ছোট কাভার্ডভ্যানও তাঁর সঙ্গে রয়েছে।
মুরাদ জুবায়েদ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য মূলত এ পদযাত্রা। এর আগে এত অল্প সময়ে কেউ রেকর্ড করেনি। ৭-২৬ মার্চ, মাত্র ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়া পৌঁছে রেকর্ড করবেন বলে তিনি আশাবাদী। একদিনে একটি করে মোট ২০টি স্লোগানে এ পদযাত্রার শিরোনাম দেওয়া হয়েছে ওয়াক ফর পিস।
জুবায়ের জানান, সোমবার জ্যামে পড়ে টেকনাফে পৌঁছাতে সময় চলে যায়। তারপরও আজ তিনি ২০-৩০ কিলোমিটার হেঁটে গাড়িতে অবস্থান করবেন।
এ কার্যক্রমে তাঁকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হাসান রাসেল, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অক্সিজেন নামের এক প্রতিষ্ঠান। বাকিটা তিনি নিজ খরচে এ কার্যক্রম পরিচালনা করছেন।
বিশ্ব শান্তির লক্ষ্যে ‘ওয়াক ফর পিস’ শিরোনামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন এস মুরাদ জুবায়েদ (৩৪) নামের এক যুবক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদযাত্রা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন।
আজ সোমবার বিকেল ৪টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন মুরাদ। পেশায় মুরাদ একজন উদ্যোক্তা। তিনি গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
মাত্র ২০ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাঁর। এ সময় তিনি ‘নির্দিষ্ট জায়গাতে ময়লা ফেলি, দেশ পরিষ্কার রাখি ও আদর্শ নাগরিক হই’—এই তিনটি নীতিবাক্য ব্যবহার করছেন। পদযাত্রায় তাঁকে নিরাপত্তা ও দেখভাল করার জন্য চালকসহ দুজন রয়েছেন। একটি ছোট কাভার্ডভ্যানও তাঁর সঙ্গে রয়েছে।
মুরাদ জুবায়েদ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য মূলত এ পদযাত্রা। এর আগে এত অল্প সময়ে কেউ রেকর্ড করেনি। ৭-২৬ মার্চ, মাত্র ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়া পৌঁছে রেকর্ড করবেন বলে তিনি আশাবাদী। একদিনে একটি করে মোট ২০টি স্লোগানে এ পদযাত্রার শিরোনাম দেওয়া হয়েছে ওয়াক ফর পিস।
জুবায়ের জানান, সোমবার জ্যামে পড়ে টেকনাফে পৌঁছাতে সময় চলে যায়। তারপরও আজ তিনি ২০-৩০ কিলোমিটার হেঁটে গাড়িতে অবস্থান করবেন।
এ কার্যক্রমে তাঁকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হাসান রাসেল, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অক্সিজেন নামের এক প্রতিষ্ঠান। বাকিটা তিনি নিজ খরচে এ কার্যক্রম পরিচালনা করছেন।
অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। তবে এসব মণ্ডপে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা খালে পড়ে অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। আজ রোববার সকালে সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য মো. জামাল। পরে বন বিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা মাটিচাপা
২৫ মিনিট আগেটাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে যাওয়ার ঘটনায় বিকল্প পদ্ধতিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালু করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর এ কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে