কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুকিং করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে করতে হবে।
আজ শুক্রবার কক্সবাজার শহরের কাছারি পাহাড়ে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
খালিদ হোসেন বলেন, তিন দিনের মধ্যে বিমানের টিকিট ইস্যু না করলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিন গুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার পাশাপাশি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহার করতে হবে।
মডেল মসজিদ প্রকল্পে কোনো বিদেশি অর্থায়ন নেই জানিয়ে ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকারের সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা।
কক্সবাজার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, বহুমুখী সুবিধাসংবলিত চারতলাবিশিষ্ট মডেল মসজিদের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ১৯ লাখ টাকা। এখানে গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কার্যালয়, নামাজের মূল স্থান, ইসলামি গবেষণা কেন্দ্র, ইসলামি গ্রন্থাগার, সম্মেলনকক্ষসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।
কক্সবাজারে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুকিং করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে করতে হবে।
আজ শুক্রবার কক্সবাজার শহরের কাছারি পাহাড়ে নবনির্মিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
খালিদ হোসেন বলেন, তিন দিনের মধ্যে বিমানের টিকিট ইস্যু না করলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিন গুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার পাশাপাশি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহার করতে হবে।
মডেল মসজিদ প্রকল্পে কোনো বিদেশি অর্থায়ন নেই জানিয়ে ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকারের সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সেখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা।
কক্সবাজার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, বহুমুখী সুবিধাসংবলিত চারতলাবিশিষ্ট মডেল মসজিদের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ১৯ লাখ টাকা। এখানে গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কার্যালয়, নামাজের মূল স্থান, ইসলামি গবেষণা কেন্দ্র, ইসলামি গ্রন্থাগার, সম্মেলনকক্ষসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
২৭ মিনিট আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
১ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
১ ঘণ্টা আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
১ ঘণ্টা আগে