কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির অভিযোগে আটক ১৭ জনকে জেলে বলে দাবি করেছেন তাঁদের সহকর্মীরা। তাঁরা এ আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে অমজাখালী বোট মালিক সমিতি ও মাঝিমাল্লা সমিতি।
বিদেশি জাহাজের মালপত্র চুরির প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা গত বুধবার ১৭ জনকে আটক করে পতেঙ্গা থানায় হস্তান্তর করেন। তাঁদের মধ্যে আছেন উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর আব্দু শুক্কুরের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক ফিশিং বোটের সাতজন, একই এলাকার আলতাজ হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং বোটের সাতজন এবং কৈয়ারবিলের একটি টেম্পো বোটের তিনজন জেলে।
এর প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে ৫ শতাধিক জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, ছাত্রনেতা আলী ওসমান, মাহমুদুল করিম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা দাবি করেন, আটক জেলেরা নিরীহ মৎস্যজীবী। তাঁদের বিরুদ্ধে চুরি, ডাকাতির মতো কোনো অভিযোগ নেই। তাঁরা নিবন্ধিত ও জেলে সমিতির সদস্য। তাঁদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। বক্তারা অবিলম্বে আটক ১৭ জেলের মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কক্সবাজারের কুতুবদিয়ায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির অভিযোগে আটক ১৭ জনকে জেলে বলে দাবি করেছেন তাঁদের সহকর্মীরা। তাঁরা এ আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে অমজাখালী বোট মালিক সমিতি ও মাঝিমাল্লা সমিতি।
বিদেশি জাহাজের মালপত্র চুরির প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা গত বুধবার ১৭ জনকে আটক করে পতেঙ্গা থানায় হস্তান্তর করেন। তাঁদের মধ্যে আছেন উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর আব্দু শুক্কুরের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক ফিশিং বোটের সাতজন, একই এলাকার আলতাজ হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং বোটের সাতজন এবং কৈয়ারবিলের একটি টেম্পো বোটের তিনজন জেলে।
এর প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে ৫ শতাধিক জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, ছাত্রনেতা আলী ওসমান, মাহমুদুল করিম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা দাবি করেন, আটক জেলেরা নিরীহ মৎস্যজীবী। তাঁদের বিরুদ্ধে চুরি, ডাকাতির মতো কোনো অভিযোগ নেই। তাঁরা নিবন্ধিত ও জেলে সমিতির সদস্য। তাঁদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। বক্তারা অবিলম্বে আটক ১৭ জেলের মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৪০ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
১ ঘণ্টা আগে