কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়।
গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গতকাল রাতে কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এপিবিএন সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পে কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পেছন দিক থেকে বোরকা ধরে টান দেন ও উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় ওই নারী পুলিশ সদস্যের পেছনে থাকা তাঁর স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাঁদেরও গালিগালাজ করেন রোহিঙ্গা যুবকেরা।
ওসি আরও বলেন, একপর্যায়ে যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিলে তাঁদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়।
গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গতকাল রাতে কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এপিবিএন সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পে কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পেছন দিক থেকে বোরকা ধরে টান দেন ও উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় ওই নারী পুলিশ সদস্যের পেছনে থাকা তাঁর স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাঁদেরও গালিগালাজ করেন রোহিঙ্গা যুবকেরা।
ওসি আরও বলেন, একপর্যায়ে যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিলে তাঁদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
৮ মিনিট আগেসিলেটের জলাবনখ্যাত রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাতারগুল জলাবন এলাকা পরিদর্শন করেন।
১৬ মিনিট আগেনীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯ মিনিট আগেনীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেড নামের কারখানার শ্রমিক অসন্তোষের ঘটনার নিরসন হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ওই অবসান ঘটে।
৩৬ মিনিট আগে