কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তাঁরা সবাই টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, চার জেলে ড্রামের ভেলায় করে দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ শিকারে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনার সময় আরও কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয় জেলে শফিউল আলম ও মোহাম্মদ হোসেন বলেন, নাফ নদী থেকে যাখন-তখন আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে যাচ্ছেন। এ কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। আজ বৃহস্পতিবারও চার জেলেকে ধরে নিয়ে গেল।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি পেয়েছি। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।’
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তাঁরা সবাই টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, চার জেলে ড্রামের ভেলায় করে দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ শিকারে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনার সময় আরও কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয় জেলে শফিউল আলম ও মোহাম্মদ হোসেন বলেন, নাফ নদী থেকে যাখন-তখন আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে যাচ্ছেন। এ কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। আজ বৃহস্পতিবারও চার জেলেকে ধরে নিয়ে গেল।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি পেয়েছি। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।’
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
২৩ মিনিট আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৩৭ মিনিট আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
২ ঘণ্টা আগে