Ajker Patrika

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে জাফর আলম (৭০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। আজ সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়া রাজারবিলের উচিতারবিল গ্রামে এ ঘটনা ঘটে।

জাফর আলম ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল গ্রামের মৃত মোহাম্মদ কালো চৌকিদারের ছেলে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর আলম ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে রাজারবিল জামে মসজিদে যাওয়ার পথে হঠাৎ একটি বন্য হাতির সামনে পড়েন। হাতিটি জাফরকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে মাটিতে আছাড় দেয়। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন চলে আসে। পরে হাতিটি চলে গেলে লোকজন জাফরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধের পরিবারের বরাত দিয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে হাতির আক্রমণে জাফর আলম মারা গেছেন। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত