উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা বাহিনী এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) গোলাগুলি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার, ছয় রাউন্ড গুলি, তিনটি কার্তুজ ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের ছেলে আবুল হাশেম (৩০), ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/ ৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের ছেলে মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ১ ব্লকের আব্দুল মাজেদের ছেলে কামরুল হাসান (২২)।
এপিবিএন ১৪ এর অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিরিক্ত ডিআইজি) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে থাকা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে আরসা সন্ত্রাসীরা। এ সময় এপিবিএনও আত্মরক্ষায় পাল্টা গুলি করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
পরে ধাওয়া করা হলে ধরা পড়ে তিন আরসা সদস্য। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’ এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আভিযানিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা বাহিনী এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) গোলাগুলি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার, ছয় রাউন্ড গুলি, তিনটি কার্তুজ ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের ছেলে আবুল হাশেম (৩০), ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/ ৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের ছেলে মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ১ ব্লকের আব্দুল মাজেদের ছেলে কামরুল হাসান (২২)।
এপিবিএন ১৪ এর অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিরিক্ত ডিআইজি) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে থাকা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে আরসা সন্ত্রাসীরা। এ সময় এপিবিএনও আত্মরক্ষায় পাল্টা গুলি করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
পরে ধাওয়া করা হলে ধরা পড়ে তিন আরসা সদস্য। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’ এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আভিযানিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২১ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছোট ভাইসহ তিনজনকে আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেহোমনা বাজারের কাশীনাথ সাহার চা দোকানের সামনের এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত। ভাঙা স্ল্যাবের কারণে প্রায়ই হেঁটে চলাচলকারী মানুষ ড্রেনের গর্তে পড়ে আহত হচ্ছেন। শুধু মানুষ নয়, সিএনজি ও অটোরিকশার মতো ছোট যানবাহনও প্রায়ই এই গর্তে আটকে যায়।
৩৩ মিনিট আগেগত ৫ আগস্ট জুম্মার নামাজের পর ’ঈমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় পুলিশসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন এবং নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা নিহত হন।
১ ঘণ্টা আগে