Ajker Patrika

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় আল ইমরান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের সরকারি ছাগলফার্মের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

আল ইমরান আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের বলেস্বরপুর গ্রামের খন্দকার রফিক উদ্দীনের ছেলে। তিনি কয়েক বছর যাবৎ চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

নিহতের ভাতিজা তানজুম ইবনুল বলেন, ‘বিকেলে চাচার সঙ্গে শেষ বার কথা হয়। তখন তিনি পিটিআই মোড়ে ছিলেন। দুপুরে নিজ মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাত ১০টার দিকে পুলিশের মাধ্যমে তাঁরা খবর পান চাচা মারা গেছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব বলেন, ‘স্থানীয়রা রাত পৌনে ১০টার দিকে আল ইমরান নামের একজনকে জরুরি বিভাগে আনেন। তারা জানান আল ইমরান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ সময় পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ট্রাক্টরটি মুন্সিগঞ্জের দিকে চলে যাওয়া শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা অভিযোগ না করলে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত