Ajker Patrika

জীবননগরে শাটার ভেঙে ৬টি দোকানে চুরি

জীবননগরে শাটার ভেঙে ৬টি দোকানে চুরি

চুয়াডাঙ্গার জীবননগরে শাটার ভেঙে ৬টি দোকানে চুরি হয়েছে। এর মধ্যে তিনটি স্বর্ণের দোকান। গতকাল রোববার রাতে জীবননগর উপজেলার মোল্লা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। ছয়টি দোকান থেকে দেড় ভরি স্বর্ণ চুরি, নগদ ২০ হাজার টাকা ও দোকানের কিছু মালামাল চুরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত স্বর্ণের দোকানদার শামিম হোসেন জানান, তাঁর দোকান থেকে আট আনা স্বর্ণ ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।

বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক মো. কামরুল ইসলাম বলেন, ‘আজ সকালে দোকান খুলতে গিয়ে দেখি শাটার ভাঙা। দোকানের সব লকারও ভাঙা। দোকানের ক্যাশে কিছু টাকা ছিল। চোর সব নিয়ে গেছে। কতটুকু স্বর্ণ চুরি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন সঠিক পরিমাণ বলা সম্ভব না। দোকানে যা ছিল চোরেরা সব নিয়ে গেছে।’

চুরির বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘চুরির বিষয়ে জানার পর ঘটনাস্থলে থানা-পুলিশের একটি দল পরিদর্শনে গেছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদারের সঙ্গে কথা বলা হয়েছে। চোরদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোফায়েল আহমেদ হাসপাতালে

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

ধর্ষণ মামলার আসামি এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ নারীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত