Ajker Patrika

সংবাদ প্রকাশের পর সিআইপি বেড়িবাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২২: ২৮
সংবাদ প্রকাশের পর সিআইপি বেড়িবাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের রায়পুরে সিআইপি (চাঁদপুর সেচ প্রকল্প) বেড়িবাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) লক্ষ্মীপুর কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্জন দাশ অভিযানে নেতৃত্ব দেন।

এর আগে গত ৫ নভেম্বর আজকের পত্রিকায় ‘বেড়িবাঁধ ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ’ শিরোনামে ও ৪ নভেম্বর অনলাইন ভার্সনে ‘সিআইপি বেড়িবাঁধ ও খাল দখল করে ভবন নির্মাণ’ শিরোনামে দুটি সংবাদ প্রচারিত হয়। ওই সংবাদ নজরে আসলে ইউএনও ও পাউবো কর্মকর্তারা উচ্ছেদ অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ধরনের অভিযানে স্থানীয় জনগণের মাঝে উৎফুল্লভাব লক্ষ্য করা গেছে।

নতুন নির্মিত কয়েকটি পাকা স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।বেড়িবাঁধের খাসেরহাট চমকা বাজার, হাজীমারা কড়ইতলা এলাকা, মোল্লারহাটবাজার, বটতলী এলাকায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। ওই সময় বেড়িবাঁধের দুই পাড়ে থাকা মানিক হাওলাদার, ফারুক মাঝি, দিদার মোল্লা ও ওসমান গণির অবৈধ পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘নতুন নির্মিত কয়েকটি পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। আগের পাকা স্থাপনাগুলো সরাতে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে লিখিত নোটিশ করা হবে। তাঁরা সেগুলো না সরালে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্জন দাশ বলেন, ‘সরকারি ভূমি রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে অন্যায়ভাবে বেড়িবাঁধের ভূমিতে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। দখল বিষয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে আমাদেরকে সহযোগিতা করায় গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত