Ajker Patrika

১৮ বছর পর চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল, থাকছেন আজহারী

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ইসলামি সমাজকল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে ইসলামি সমাজকল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে সোমবার থেকে শুরু হচ্ছে ইসলামি সমাজকল্যাণ পরিষদের তাফসিরুল কোরআন মাহফিল।

পাঁচ দিনব্যাপী এই মাহফিলে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। থাকবেন মাওলানা মিজানুর রহমান আজহারীও। মাহফিল চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আজ শনিবার চকবাজারে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মুহাম্মদ তাহের এসব তথ্য জানান। তিনি বলেন, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরবাসীর মধ্যে মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ সময় পরিষদের সহসভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, প্রচার বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, সর্বশেষ ২০০৬ সালে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে মাহফিলের আয়োজন করতে পারেনি সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত