নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে পরীক্ষায় দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত দুজনই মহানগর এলাকার বাসিন্দা।
দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ডা. জাহাঙ্গীর বলেন, ‘করোনা মোকাবিলায় আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্ট শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্য স্থানেও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’
তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবা বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালটির ১৮টি আইসিইউ শয্যার ভেন্টিলেটরগুলো অচল হয়ে পড়ায় গত এপ্রিলের শুরু থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র কার্যত বন্ধ। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেসে (বিআইটিআইডি) পাঁচটি আইসিইউ শয্যা থাকলেও সেখানে নেই ভেন্টিলেটরের সুবিধা।
সরকারি পর্যায়ে করোনাভাইরাস শনাক্তের কিটের স্বল্পতাও রয়েছে। বর্তমানে চট্টগ্রামে যে কিটগুলো আছে, সেগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন বলেন, ‘কয়েক দিনের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে বলে আশা করছি। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজ চলমান।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে জানায়, ভারতের ‘এনবি ১.৮.১’ নামের করোনাভাইরাসের একটি নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ধরনটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানা গেছে। এই ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়।
চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে পরীক্ষায় দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত দুজনই মহানগর এলাকার বাসিন্দা।
দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ডা. জাহাঙ্গীর বলেন, ‘করোনা মোকাবিলায় আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্ট শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্য স্থানেও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’
তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবা বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালটির ১৮টি আইসিইউ শয্যার ভেন্টিলেটরগুলো অচল হয়ে পড়ায় গত এপ্রিলের শুরু থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র কার্যত বন্ধ। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেসে (বিআইটিআইডি) পাঁচটি আইসিইউ শয্যা থাকলেও সেখানে নেই ভেন্টিলেটরের সুবিধা।
সরকারি পর্যায়ে করোনাভাইরাস শনাক্তের কিটের স্বল্পতাও রয়েছে। বর্তমানে চট্টগ্রামে যে কিটগুলো আছে, সেগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন বলেন, ‘কয়েক দিনের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে বলে আশা করছি। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজ চলমান।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে জানায়, ভারতের ‘এনবি ১.৮.১’ নামের করোনাভাইরাসের একটি নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ধরনটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানা গেছে। এই ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে