Ajker Patrika

অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ জুলেজা (৫৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রাম থেকে তাঁকে গত মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

রাজেশ ভারতের দিল্লির আজাদপুর জেলার জাহাঙ্গীরপুরী এলাকার অর্জুন জুলেজা ও শান্তি দেবীর ছেলে।

মামলার বাদী এসআই মো. আব্দুল কুদ্দুস বলেন, গভীর রাতে তিনি সাগরদী এলাকার একটি চা দোকানের সামনে ঘোরাফেরা করছিলেন। তাঁকে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁর নাম পরিচয় জানতে চায়। কিন্তু তিনি বাংলা না পাড়ায় হিন্দিতে নানান কথা বলতে থাকেন। খবর পেয়ে আমরা তাঁকে থানায় নিয়ে আসি। পরে হিন্দি ভাষায় পারদর্শী লক্ষ্মীপুরের শাখাড়ি পাড়ার সুধা সেনকে এনে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম-পরিচয় জানা যায়। 

এসআই মো. আব্দুল কুদ্দুস আরও বলেন, তাঁর কাছ থেকে দুটি কম্বল ও বাংলাদেশি ২৯০ টাকা উদ্ধার করা হয়। এর আগের তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। প্রায় এক বছর ধরে পাসপোর্ট, জরুরি সনদপত্র, প্রত্যাবর্তন সনদ বা ভ্রমণ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঘুরে বেড়ানোর অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ভারতীয় নাগরিক রাজেশ জুলেজার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত