রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ জুলেজা (৫৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রাম থেকে তাঁকে গত মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
রাজেশ ভারতের দিল্লির আজাদপুর জেলার জাহাঙ্গীরপুরী এলাকার অর্জুন জুলেজা ও শান্তি দেবীর ছেলে।
মামলার বাদী এসআই মো. আব্দুল কুদ্দুস বলেন, গভীর রাতে তিনি সাগরদী এলাকার একটি চা দোকানের সামনে ঘোরাফেরা করছিলেন। তাঁকে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁর নাম পরিচয় জানতে চায়। কিন্তু তিনি বাংলা না পাড়ায় হিন্দিতে নানান কথা বলতে থাকেন। খবর পেয়ে আমরা তাঁকে থানায় নিয়ে আসি। পরে হিন্দি ভাষায় পারদর্শী লক্ষ্মীপুরের শাখাড়ি পাড়ার সুধা সেনকে এনে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম-পরিচয় জানা যায়।
এসআই মো. আব্দুল কুদ্দুস আরও বলেন, তাঁর কাছ থেকে দুটি কম্বল ও বাংলাদেশি ২৯০ টাকা উদ্ধার করা হয়। এর আগের তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। প্রায় এক বছর ধরে পাসপোর্ট, জরুরি সনদপত্র, প্রত্যাবর্তন সনদ বা ভ্রমণ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঘুরে বেড়ানোর অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ভারতীয় নাগরিক রাজেশ জুলেজার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ জুলেজা (৫৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রাম থেকে তাঁকে গত মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
রাজেশ ভারতের দিল্লির আজাদপুর জেলার জাহাঙ্গীরপুরী এলাকার অর্জুন জুলেজা ও শান্তি দেবীর ছেলে।
মামলার বাদী এসআই মো. আব্দুল কুদ্দুস বলেন, গভীর রাতে তিনি সাগরদী এলাকার একটি চা দোকানের সামনে ঘোরাফেরা করছিলেন। তাঁকে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁর নাম পরিচয় জানতে চায়। কিন্তু তিনি বাংলা না পাড়ায় হিন্দিতে নানান কথা বলতে থাকেন। খবর পেয়ে আমরা তাঁকে থানায় নিয়ে আসি। পরে হিন্দি ভাষায় পারদর্শী লক্ষ্মীপুরের শাখাড়ি পাড়ার সুধা সেনকে এনে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম-পরিচয় জানা যায়।
এসআই মো. আব্দুল কুদ্দুস আরও বলেন, তাঁর কাছ থেকে দুটি কম্বল ও বাংলাদেশি ২৯০ টাকা উদ্ধার করা হয়। এর আগের তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। প্রায় এক বছর ধরে পাসপোর্ট, জরুরি সনদপত্র, প্রত্যাবর্তন সনদ বা ভ্রমণ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঘুরে বেড়ানোর অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ভারতীয় নাগরিক রাজেশ জুলেজার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৫ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৬ মিনিট আগে