Ajker Patrika

বৃষ্টি ও জোয়ারে ভাঙল রাস্তা, ভোগান্তিতে তিন গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভেঙে দুই ভাগ হয়ে পড়া আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়ক। ছবি: আজকের পত্রিকা
ভেঙে দুই ভাগ হয়ে পড়া আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়ক। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়ক বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ২ জুলাই বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের স্থানীয় বাসিন্দারা।

কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার ও সিংহরা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জানান, এ রাস্তা দিয়ে গ্রামের মানুষ কর্মক্ষেত্র, হাটবাজার, স্কুল-কলেজে যাতায়াত করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তারা। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে এখানকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় চাতরী ইউপির সদস্য হাছান তারেক জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের ভেঙে দুই অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় তিনটি গ্রামের মানুষ যাতায়াতে অসুবিধায় পড়েছে। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাস্তার ভাঙন আরও বাড়বে।

আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম জানান, ‘চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির উভয় পাশে রয়েছে ফসলি জমি। বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে তিনটি গ্রামে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিবছর রাস্তাটির উন্নয়নকাজ করা হয়, আবার বর্ষায় ভেঙে যায়। ফলে সরকারি অর্থের অপচয় হয়, মানুষের দুর্ভোগও লাঘব হয় না। রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে এলজিইডি চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা মো. হাছান আলী জানান, ‘এবারের বৃষ্টি ও জোয়ারের পানিতে আনোয়ারায় রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত