নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়ক বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ২ জুলাই বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের স্থানীয় বাসিন্দারা।
কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার ও সিংহরা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জানান, এ রাস্তা দিয়ে গ্রামের মানুষ কর্মক্ষেত্র, হাটবাজার, স্কুল-কলেজে যাতায়াত করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তারা। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে এখানকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় চাতরী ইউপির সদস্য হাছান তারেক জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের ভেঙে দুই অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় তিনটি গ্রামের মানুষ যাতায়াতে অসুবিধায় পড়েছে। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাস্তার ভাঙন আরও বাড়বে।
আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম জানান, ‘চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির উভয় পাশে রয়েছে ফসলি জমি। বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে তিনটি গ্রামে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিবছর রাস্তাটির উন্নয়নকাজ করা হয়, আবার বর্ষায় ভেঙে যায়। ফলে সরকারি অর্থের অপচয় হয়, মানুষের দুর্ভোগও লাঘব হয় না। রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে এলজিইডি চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা মো. হাছান আলী জানান, ‘এবারের বৃষ্টি ও জোয়ারের পানিতে আনোয়ারায় রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়ক বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ২ জুলাই বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের স্থানীয় বাসিন্দারা।
কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার ও সিংহরা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জানান, এ রাস্তা দিয়ে গ্রামের মানুষ কর্মক্ষেত্র, হাটবাজার, স্কুল-কলেজে যাতায়াত করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তারা। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে এখানকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় চাতরী ইউপির সদস্য হাছান তারেক জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের ভেঙে দুই অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় তিনটি গ্রামের মানুষ যাতায়াতে অসুবিধায় পড়েছে। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাস্তার ভাঙন আরও বাড়বে।
আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম জানান, ‘চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির উভয় পাশে রয়েছে ফসলি জমি। বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে তিনটি গ্রামে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিবছর রাস্তাটির উন্নয়নকাজ করা হয়, আবার বর্ষায় ভেঙে যায়। ফলে সরকারি অর্থের অপচয় হয়, মানুষের দুর্ভোগও লাঘব হয় না। রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে এলজিইডি চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা মো. হাছান আলী জানান, ‘এবারের বৃষ্টি ও জোয়ারের পানিতে আনোয়ারায় রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি।’
দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেল রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া (১৫)। আজ শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
১৫ মিনিট আগেরাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় করেন।
১৬ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম শামীম হোসেন (৪২) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীম তালার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের সাবেক...
১ ঘণ্টা আগেপদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, ৩নং ওয়ার্ডের সদস্য সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম ও আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা।
১ ঘণ্টা আগে