Ajker Patrika

সাজেক পর্যটন কেন্দ্রে আবারও আগুন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ১৫
সাজেক পর্যটন কেন্দ্রে আবারও আগুন

এক মাসের ব্যবধানে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের এই ঘটনায় কংলাক পাহাড়ের চূড়ায় রক প্যারাডাইস রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে।

এর আগে গত ২ ডিসেম্বর ভোররাতে এই একই সময়ে আগুনে সাজেকে তিনটি রিসোর্ট, রেস্টুরেন্টসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়েছিল। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাত ৩টার সময় কংলাক পাহাড়ে রক প্যারাডাইস রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। পরে সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রচণ্ড বাতাস ও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে রক প্যারাডাইজ রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। পরে সেনাবাহিনীর পাহারায় দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া রিসোর্টের মালিক ওমর বিঝু দাবি করেন, কংলাকে তাঁর বাকি রিসোর্টগুলো পুড়িয়ে দেওয়ার জন্য কেরোসিন ছিটানো হয়েছে। আর এর জন্য তিনি স্থানীয় যুবক টুপিস ত্রিপুরাকে দায়ী করেছেন। 

রিসোর্ট মালিক বলেন, এক মাস আগে রক প্যারাডাইজ রিসোর্টে চুরির দায়ে অভিযুক্ত টুপিস ত্রিপুরাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি এখন এলাকায় ফিরে প্রতিহিংসাপরায়ণ হয়ে এমন কাজটি করেছেন। 

এ বিষয়ে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, বারবার অগ্নিকাণ্ডের বিষয়টি দুঃখজনক।

ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী বলেন, আগুনে রক প্যারাডাইস রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত