বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
এক মাসের ব্যবধানে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের এই ঘটনায় কংলাক পাহাড়ের চূড়ায় রক প্যারাডাইস রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর ভোররাতে এই একই সময়ে আগুনে সাজেকে তিনটি রিসোর্ট, রেস্টুরেন্টসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়েছিল।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাত ৩টার সময় কংলাক পাহাড়ে রক প্যারাডাইস রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। পরে সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রচণ্ড বাতাস ও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে রক প্যারাডাইজ রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। পরে সেনাবাহিনীর পাহারায় দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া রিসোর্টের মালিক ওমর বিঝু দাবি করেন, কংলাকে তাঁর বাকি রিসোর্টগুলো পুড়িয়ে দেওয়ার জন্য কেরোসিন ছিটানো হয়েছে। আর এর জন্য তিনি স্থানীয় যুবক টুপিস ত্রিপুরাকে দায়ী করেছেন।
রিসোর্ট মালিক বলেন, এক মাস আগে রক প্যারাডাইজ রিসোর্টে চুরির দায়ে অভিযুক্ত টুপিস ত্রিপুরাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি এখন এলাকায় ফিরে প্রতিহিংসাপরায়ণ হয়ে এমন কাজটি করেছেন।
এ বিষয়ে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, বারবার অগ্নিকাণ্ডের বিষয়টি দুঃখজনক।
ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী বলেন, আগুনে রক প্যারাডাইস রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এক মাসের ব্যবধানে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের এই ঘটনায় কংলাক পাহাড়ের চূড়ায় রক প্যারাডাইস রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর ভোররাতে এই একই সময়ে আগুনে সাজেকে তিনটি রিসোর্ট, রেস্টুরেন্টসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়েছিল।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাত ৩টার সময় কংলাক পাহাড়ে রক প্যারাডাইস রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। পরে সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রচণ্ড বাতাস ও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে রক প্যারাডাইজ রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। পরে সেনাবাহিনীর পাহারায় দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া রিসোর্টের মালিক ওমর বিঝু দাবি করেন, কংলাকে তাঁর বাকি রিসোর্টগুলো পুড়িয়ে দেওয়ার জন্য কেরোসিন ছিটানো হয়েছে। আর এর জন্য তিনি স্থানীয় যুবক টুপিস ত্রিপুরাকে দায়ী করেছেন।
রিসোর্ট মালিক বলেন, এক মাস আগে রক প্যারাডাইজ রিসোর্টে চুরির দায়ে অভিযুক্ত টুপিস ত্রিপুরাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি এখন এলাকায় ফিরে প্রতিহিংসাপরায়ণ হয়ে এমন কাজটি করেছেন।
এ বিষয়ে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, বারবার অগ্নিকাণ্ডের বিষয়টি দুঃখজনক।
ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী বলেন, আগুনে রক প্যারাডাইস রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৯ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১০ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
১৪ মিনিট আগে