হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ভুল চিকিৎসায় রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মো. মহসীন নামের এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌরাস্তা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম শামীম কিছুদিন আগে চোখে পানি পড়ার সমস্যা নিয়ে শারবীন চশমা ঘরে চিকিৎসার জন্য যান। সেখানে থাকা ভুয়া চিকিৎসক মহসীনের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ ব্যবহার করেন। এতে তাঁর চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে শামীম ঢাকায় চিকিৎসা নিতে গেলে চক্ষুবিশেষজ্ঞ জানান, ভুল চিকিৎসার কারণে চোখের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই।
পরে শামীম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম সিকদারের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। আজ ইউএনওর নেতৃত্বে চিকিৎসা কর্মকর্তা ফয়জুর অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালান। এ সময় সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাঁকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও জানান, অভিযুক্ত মহসীন ভবিষ্যতে আর কোনো চিকিৎসা কার্যক্রম চালাবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।
কুমিল্লার হোমনায় ভুল চিকিৎসায় রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মো. মহসীন নামের এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌরাস্তা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম শামীম কিছুদিন আগে চোখে পানি পড়ার সমস্যা নিয়ে শারবীন চশমা ঘরে চিকিৎসার জন্য যান। সেখানে থাকা ভুয়া চিকিৎসক মহসীনের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ ব্যবহার করেন। এতে তাঁর চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে শামীম ঢাকায় চিকিৎসা নিতে গেলে চক্ষুবিশেষজ্ঞ জানান, ভুল চিকিৎসার কারণে চোখের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই।
পরে শামীম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম সিকদারের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। আজ ইউএনওর নেতৃত্বে চিকিৎসা কর্মকর্তা ফয়জুর অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালান। এ সময় সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাঁকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও জানান, অভিযুক্ত মহসীন ভবিষ্যতে আর কোনো চিকিৎসা কার্যক্রম চালাবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৩ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৭ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৩ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে