Ajker Patrika

চট্টগ্রামে নিজ ঘরে বৃদ্ধকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা

মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম
ফয়েজ আহম্মদ। ছবি: সংগৃহীত
ফয়েজ আহম্মদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ ঘরে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার করেরহাট ইউনিয়নের বদ্ধ গেড়ামারা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা-পুলিশ। নিহত বৃদ্ধের নাম ফয়েজ আহম্মদ (৮৫)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে ফয়েজের স্ত্রী ফিরোজা বেগম পাশের বাড়িতে গর্ভবতী এক নারীকে সাহায্যের জন্য গেলে ঘরে তিনি একা ছিলেন। রাতের কোনো একসময় কে বা কারা তাঁকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে খাটের ওপর ফেলে যায়। আজ ভোরে স্ত্রী ফিরে এসে তাঁর রক্তাক্ত লাশ দেখতে পান।

ফয়েজের ছোট ভাই মোহাম্মদ মাসুদ বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কে বা কারা কী কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা আমরা ধারণা করতে পারছি না।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।

ওসি হালিম বলেন, ‘খবর পেয়ে ফয়েজ আহম্মদের নিজ ঘরের খাট থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘরে কেউ না থাকায় তাঁকে একা পেয়ে কুপিয়ে হত্যা করা হয়। ভিকটিমের মাথা ও মুখে কোপের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত