Ajker Patrika

আনোয়ারায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৩৩
আনোয়ারায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তরুণ উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের মো. এয়াকুবের ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় ওই এলাকায় ডাম্পট্রাক থেকে বালু আনলোড করার সময় গাড়ির বডি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় গাড়িতে থাকা চালক দেলোয়ার বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়ির আরও দুই সহকারী আহত হয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত