Ajker Patrika

চেক প্রতারণা মামলায় বাঁশখালীর সাবেক মেয়র কারাগারে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২২: ০৪
চেক প্রতারণা মামলায় বাঁশখালীর সাবেক মেয়র কারাগারে

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাঁশখালীর সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বাঁশখালী পৌরসভার লক্ষ্মী স্কয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ। 

পুলিশ সূত্র জানায়, গত বছর জামাল উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা করেন। একই সঙ্গে বৈলছড়ী এলাকার মহিউদ্দিন বাদী হয়ে ৪ লাখ টাকার দুটি চেক প্রতারণার মামলা করেন। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জুবেদ মাহমুদ চৌধুরী বলেন, তিনটি চেক প্রতারণা মামলায় সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই তিনটি মামলায় আদালত তাঁকে জেলহাজতে পাঠান। 

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, চেক প্রতারণার মামলায় বাঁশখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত শেখ সেলিমুল হক চৌধুরীকে তিনটি পৃথক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিলেন। এ ছাড়া চেকে উল্লেখিত পরিমাণ সর্বমোট ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছিল। গতকাল সোমবার রাতে ওই গ্রেপ্তারি পরোয়ানামূলে সেলিমুল হক চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত