Ajker Patrika

রাঙামাটিতে করোনায় আরও ৫৫ জন আক্রান্ত

প্রতিনিধি, রাঙামাটি
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১০: ৪১
রাঙামাটিতে করোনায় আরও ৫৫ জন আক্রান্ত

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন করোনা শনাক্ত হয়েছেন। ২০৩ জনের নমুনা পরীক্ষা করে এই ৫৫ জন শনাক্ত হন। সংক্রমণের হার ২৭ দশমিক শূন্য ৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরের ৩১ জন। কাপ্তাইয়ে ১০, বিলাইছড়ির ৫, রাজস্থলীর ৩, লংগদুর ৩, কাউখালীর ৩, নানিয়াচরের ১ জন। বৃহস্পতিবার সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এ রিপোর্ট পাওয়া যায়।
 
এর আগের দিন বুধবার শনাক্ত হয়েছিলেন ৯০ জন। ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জন শনাক্ত হন। শনাক্তের হার ৩২ দশমিক ৭৪ শতাংশ।
 
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১৬ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাঁদের মধ্য থেকে ২ হাজার ৭২৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন ২২ জন। 

সর্বশেষ ২৭ জুলাই একজনের মৃত্যু হয়। বর্তমানে আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন ১৪ জন। বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত