ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ছাগলনাইয়া পৌর শহরে এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নার্গিস (৪৫) ও আবদুল কাইয়ূম (৬৫)।
লিখিত বক্তব্যে নার্গিস জানান, ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবদুল আজিজ চৌধুরী বাড়ির মৃত আবদুল জলিলের পুত্র আবদুল কাইয়ূম ও আবুল কালামের সঙ্গে একই বাড়ির নুর ইসলামের পুত্র সহিদ উল্যাহর জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে সহিদ উল্যাহ প্রতিপক্ষের ৩টি পরিবারের মোট ৭ জনকে আসামি করে ফেনীর আদালতে চাঁদাবাজিসহ মোট ৩টি মিথ্যা মামলা দায়ের করে। আদালতে আত্মসমর্পণ করলে আবদুর রহিম (২৫) ও সাইফুল ইসলামকে জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের জেলহাজতে পাঠায়।
অপর আসামি আবদুল কাইয়ূম, আবুল কালাম, একরাম, আবু মুসা রনি ও নার্গিস পালিয়ে বেড়াচ্ছেন। আসামিরা সবাই দরিদ্র। থানা-পুলিশের ভয়ে তাঁরা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না।
এ ব্যাপারে মন্তব্যর জন্য মামলার বাদী সহিদ উল্যাহর সঙ্গে (৫৫) যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে। আমি মামলাটি তদন্ত করছি। তদন্ত করে প্রকৃত ঘটনা আদালতে উপস্থাপন করা হবে।’
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মুনশি নুর হোসেন বলেন, ‘চাঁদাবাজি, অপহরণ ও মারধরের কোনো ঘটনাই এখানে ঘটেনি। ব্যাডমিন্টন খেলার সময় বাদীর ছেলে ওমর হোসেনের হাত ভেঙে যায়। কিছু লোকের প্ররোচনায় বাদী একের পর এক মিথ্যা মামলা দিয়ে কিছু নিরীহ লোককে হয়রানি করছে।’
ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ছাগলনাইয়া পৌর শহরে এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নার্গিস (৪৫) ও আবদুল কাইয়ূম (৬৫)।
লিখিত বক্তব্যে নার্গিস জানান, ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবদুল আজিজ চৌধুরী বাড়ির মৃত আবদুল জলিলের পুত্র আবদুল কাইয়ূম ও আবুল কালামের সঙ্গে একই বাড়ির নুর ইসলামের পুত্র সহিদ উল্যাহর জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে সহিদ উল্যাহ প্রতিপক্ষের ৩টি পরিবারের মোট ৭ জনকে আসামি করে ফেনীর আদালতে চাঁদাবাজিসহ মোট ৩টি মিথ্যা মামলা দায়ের করে। আদালতে আত্মসমর্পণ করলে আবদুর রহিম (২৫) ও সাইফুল ইসলামকে জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের জেলহাজতে পাঠায়।
অপর আসামি আবদুল কাইয়ূম, আবুল কালাম, একরাম, আবু মুসা রনি ও নার্গিস পালিয়ে বেড়াচ্ছেন। আসামিরা সবাই দরিদ্র। থানা-পুলিশের ভয়ে তাঁরা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না।
এ ব্যাপারে মন্তব্যর জন্য মামলার বাদী সহিদ উল্যাহর সঙ্গে (৫৫) যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে। আমি মামলাটি তদন্ত করছি। তদন্ত করে প্রকৃত ঘটনা আদালতে উপস্থাপন করা হবে।’
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মুনশি নুর হোসেন বলেন, ‘চাঁদাবাজি, অপহরণ ও মারধরের কোনো ঘটনাই এখানে ঘটেনি। ব্যাডমিন্টন খেলার সময় বাদীর ছেলে ওমর হোসেনের হাত ভেঙে যায়। কিছু লোকের প্ররোচনায় বাদী একের পর এক মিথ্যা মামলা দিয়ে কিছু নিরীহ লোককে হয়রানি করছে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে