Ajker Patrika

নোয়াখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১১: ৫৪
নোয়াখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান

নোয়াখালীর সদর উপজেলার মন্নাননগর বাজারে অগ্নিকাণ্ডের মুদি ও কাপড়েরসহ আটটি দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালী স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, রাতে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে বাড়িতে যান দোকানিরা। তবে সামনে ঈদ হওয়ায় কিছু দোকান তখনো খোলা ছিল। হঠাৎ বন্ধ থাকা একটি দোকানের ভেতর থেকে আগুন জ্বলতে শুরু করে এবং তা মুহূর্তে বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত