Ajker Patrika

নির্বাচনী ডামাডোলে ব্যস্ত ছাপাখানাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নির্বাচনী ডামাডোলে ব্যস্ত ছাপাখানাও

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরই নেমেছেন প্রচারণায়। রাতারাতি গণসংযোগ, মাইকিংয়ের পাশাপাশি প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে নগরী। নির্বাচনীর এমন ডামাডোলে নগরের প্রেস পাড়ায়ও বেড়েছে ব্যস্ততা। সংশ্লিষ্টরা বলছেন, এবার নির্বাচন উপলক্ষে ছাপাখানাগুলোতে প্রায় ২ কোটি টাকা লেনদেন হতে পারে। 

গত সোমবার চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। সবগুলো আসন মিলে এবার ভোটের মাঠে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ওই দিন বিকেল থেকেই বিশেষ করে সরকারি দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা নেমেছেন। বিভিন্ন স্থানে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইছেন। রাতেই নগরের একাধিক এলাকায় প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের আরও হাজার হাজার পোস্টার ছাপানোর ব্যস্ততার সময় পাড় করছে নগরের প্রেস পাড়া খ্যাত আন্দরকিল্লা এলাকা। 

প্রেসের কাজে নিয়োজিতরা বলছেন, সময়মতো গ্রাহকদের অর্ডার বুঝিয়ে দিতে অনেক ছাপাখানায় দুই শিফটে শ্রমিক নিয়োগ করেছে মালিকেরা। তবে আগের মতো আশানুরূপ অর্ডার পাওয়া যাচ্ছে না। 

চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অনি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল হারুণ বলেন, নির্বাচনকে সামনে রেখে এ সেক্টরে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল সেটা এখন নেই। তবে কিছু প্রেসে ব্যস্ততা আছে। কিন্তু অতীতের মতো নেই। 

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ত্বরিকত ফেডারেশন, জাসদসহ কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত