Ajker Patrika

চবি শিক্ষক সমিতির নেতৃত্বে সেলিনা আখতার-সজীব কুমার 

চবি প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২০: ৫৫
চবি শিক্ষক সমিতির নেতৃত্বে সেলিনা আখতার-সজীব কুমার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হলুদ দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৭টিতে প্রার্থী না থাকায় ৪টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৬২ জন ভোটারের মধ্যে ৭১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, কোষাধ্যক্ষ পদে চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মা. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এস এ এম জিয়াউল ইসলাম। 

এ ছাড়া ৬টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের ড. নাজনীন নাহার ইসলাম, বাংলা বিভাগের ড. শারমিন মুস্তারী, সমাজতত্ত্ব বিভাগের মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, রসায়ন বিভাগের ফণী ভূষণ বিশ্বাস, পদার্থবিদ্যা বিভাগের সৈয়দা করিমুন্নেছা ও আইন বিভাগের হোছাইন মোহাম্মদ ইউনুছ সিরাজী। 

এদিকে গতবারের মতো এবারও নির্বাচনে কোনো প্রার্থী দেননি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। তবে তাঁরা নির্বাচনে ভোট দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত