Ajker Patrika

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের দোয়া মাহফিলে বাধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম কলেজে ছাত্রদলের পূর্বনির্ধারিত দোয়া মাহফিল একদল শিক্ষার্থীর বাধার মুখে পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আজ শনিবার চট্টগ্রাম সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

শাখা ছাত্রদলের সদস্যসচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কলেজের অভ্যন্তরে আমাদের অনুষ্ঠানটি পালনের কথা ছিল। এ সময় গুপ্তবাহিনীর (একদল শিক্ষার্থী) কয়েকজন আমাদের বাধা দেয়। কলেজের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরে আমরা ওখানে কর্মসূচি বাতিল করে কলেজের পাশে অবস্থিত মিসকিন শাহ মসজিদে প্রবেশ করি।’

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের আগে চট্টগ্রাম সরকারি কলেজ ও পাশের মুহাম্মদ মহসিন কলেজের একক নিয়ন্ত্রণ ছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের। গণ-অভ্যুত্থানের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা আত্মগোপনে যাওয়ার পর কলেজ দুটির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সময় ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে বিরোধ, মারামারি ও উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর ওই বছরের অক্টোবরে একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্ররাজনীতি নিষিদ্ধের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, সভা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত