Ajker Patrika

চবির মূল ফটকে তালা, ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ২৩: ০৬
চবির মূল ফটকে তালা, ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। গাড়ি ভাড়া ও খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা খাবারের দাম বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ জানিয়েছে। আমরা এ বিষয়ে মনিটরিং করে আসছি। মনিটরিং আরও জোরদার করব।

ছাত্রলীগের নেতা কর্মীদের দাবি, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে খাবারের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের উৎসব চলছে। ভর্তি–ইচ্ছুক ও অভিভাবকদের থেকে ৩০ টাকার ভাড়া ১৫০ টাকা পর্যন্ত আদায় করছে রিকশাচালক ও সিএনজি চালকেরা। অন্যদিকে খাবারের দোকানে সব খাবারের দাম বাড়িয়ে মান কমিয়ে ফেলা হয়েছে। এসব বিষয়ে বারবার প্রশাসনকে বলা হলেও তারা এ বিষয়ে পদক্ষেপ নেয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ছাত্রলীগের বিক্ষোভবিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, খাবারের দাম বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টার দিকে ফটকে তালা দিয়েছিল। ছাত্রলীগ সেখানে একাত্মতা প্রকাশ করেছে। প্রশাসন তাদের মনিটরিং জোরদার করবে বলে জানিয়েছে। পরে রাত পৌনে ১০টার দিকে তালা খুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত