Ajker Patrika

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম করোনা রোগীর মৃত্যু

প্রতিনিধি, লামা (বান্দরবান)
লামা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম করোনা রোগীর মৃত্যু

বান্দরবান লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম কোনো করোনা রোগী মারা গেলেন। আজ শনিবার (১০ জুলাই) সকালে উম্রানু মারমা (১৭) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী মারা যান। তাঁর বাড়ি উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মংপ্রু পাড়ায়। 

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড আইসোলেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ জানান, গত মঙ্গলবার (৬ জুলাই) শ্বাসকষ্ট, জ্বর ও ম্যালেরিয়া নিয়ে ভর্তি হন উম্রানু মারমা। করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে তাঁর। আজ সকাল ৬টা ২০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।

এ দিকে উম্রানু মারমার স্বামী ধুংকে মারমা জানান, তাঁর স্ত্রী আট মাসের অন্তুসত্বা ছিলেন। এ অবস্থার ম্যালেরিয়া ও টাইফয়েড রোগে আক্রান্ত হয়। গর্ভাবস্থায় অসুখ বেড়ে গেলে গত ৩০ জুন লামার আলিঙ্গন হাসপাতালে ভর্তি করান। পরীক্ষা করে তাঁর গর্ভের সন্তান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে ১ জুলাই সিজার করে মৃত সন্তানটি বের করে হয়। এরপর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে একদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেকে অবস্থায় আরও অনতি হলে গত ৬ জুলাই চমেক থেকে লামার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। লামায় আনার একদিন পর গত ৭ জুলাই লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

লামা উপজেলায় কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার পারভেজের নেতৃত্বে স্বেচ্ছায় কোভিড রোগীদের দাফনের সকল দায়িত্ব নিয়ে বেলা আড়াইটার সময় হাসপাতাল থেকে করোনায় নিহত উম্রানুর গ্রামের বাড়ির উদ্দ্যেশ্যে নিয়ে যায়। 

এ ব্যাপারে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী আজকের পত্রিকাকে জানিয়েছেন, লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রথম করোনা রোগী মারা গেলেন। তার পরিবারের স্বজনরা ও এলাকার চেয়ারম্যান এসে বেলা আড়াইটাই নিয়ে গেছে। করোনায় মৃত এ নারীর সৎকারে স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছে লামার কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল। 

তিনি আরও জানান, আজ শনিবার র‍্যাপিড অ্যান্টি টেস্টের মাধ্যমে হাসপাতালে করোনা ছয়জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চাঁদ মিয়া নামের নয় বছরের এক শিশু রয়েছে। 

চলতি বছরের ৩ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত মোট ১৮৫ জন করোনা পরীক্ষা করেছে। এর মধ্যে ৪৭ জন করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৩ জন। মৃত উম্রানুর স্বামী ধুংক্য মারমার করোনা পরীক্ষা করলে আজ তাঁরও করোনা পজিটিভ আসে। লামা হাসপাতালের তিন নার্সসহ মোট ৬ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে আসলে তাঁদের করোনা পরীক্ষা করালে তাঁদের করোনা পজিটিভ আসে। এ দিকে গত ৩ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত ৪৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত