Ajker Patrika

কর্ণফুলীতে আগুনে ঘর পুড়ে নারীসহ দগ্ধ ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আগুনে পুড়ে ঘর। ছবি: আজকের পত্রিকা
আগুনে পুড়ে ঘর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে ছয়টি বসতঘর পুড়ে দগ্ধ হয়েছেন নারীসহ তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়াপাড়ার মৌলানা হাসেমের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন—ওই এলাকার মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭) ও তাঁদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তাঁর দুই ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে ওই এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মো. ইব্রাহিম, শফিক, মো. ইসহাক, মো. শুক্কুর, মনা মিয়া ও কালামের ঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে তাঁদের ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আহত মো. শফিক বলেন, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তখন পাশের গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হন। আগুনে ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে নগদ টাকা পুড়ে গেছে। ঘটনাস্থলে যাওয়ার রাস্তাগুলো ছোট হওয়ায় গাড়ি ঢোকাও মুশকিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত