Ajker Patrika

চন্দনাইশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০: ২৬
চন্দনাইশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে খেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মো. ইউনুস (৩২) নামে এক কৃষক মারা যান। আজ শনিবার সকাল সাতটার সময় দোহাজারী পৌরসভার নতুন চাগাচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস চাগাচর এলাকার আব্দুস ছালামের বাড়ির মো. মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কৃষক ইউনুস দুজন শ্রমিকসহ সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ে নিজের খেত থেকে বেগুন উত্তোলন করতে যান। এ সময় হালকা দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর সহযোগী দুই শ্রমিক উঠে দাঁড়ালেও ইউনুস না ওঠায় তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তাঁরা এসে স্থানীয়দের সাহায্যে তাঁকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) রুমি দাশ। রুমি দাশ বলেন সকালে ইউনুস নামে একজন ব্যক্তিকে হাসপাতালে আনার পর দেখা যায় তিনি মৃত। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘দোহাজারী পৌরসভার চাগাচরে বজ্রপাতে একজন কৃষক মারা যাওয়ার খবর শুনেছি।’

দোহাজারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, ‘একজন কৃষক বজ্রপাতে মারা যাওয়ার খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সাহায্য-সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত