আদালত প্রতিবেদক
চট্টগ্রাম: হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইনামুল হাসান ফারুকীর আরও নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হাটহাজারীর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ফারুকী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।
ফারুকী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ফারুকী বাবুনগরীর পক্ষে সংবাদমাধ্যমে বিবৃতি ও সংবাদ পাঠাতেন।
এর আগে গত ২২ মে তাঁকে অন্য একটি মামলায় চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। ওই মামলার রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ।
চট্টগ্রাম আদালতের জেলা পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, হাটহাজারীর দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক মামলায় পাঁচদিন ও আরেক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২২ মে হাটহাজারীর আরেক মামলায় তাঁকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। ওই মামলার রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা। মামলাটিতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী জবানবন্দি গ্রহণ শুরু করতে আরও সময় লাগবে।
হেফাজতের সাবেক আমির আল্লামা আহমেদ শফি হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলারও আসামি তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। এ নিয়ে ঢাকার বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রামের পটিয়া, হাটহাজারী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আকস্মিক রাস্তায় নামে হেফাজত কর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হাটহাজারী, পটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায়। মাদ্রাসার হেফাজত সমর্থিত ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাটহাজারী থানায় আক্রমণ চালিয়ে থানায় ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন।
এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে এ বছর মার্চ ও এপ্রিলে হাটহাজারীতে ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ নিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয় জন।
চট্টগ্রাম: হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইনামুল হাসান ফারুকীর আরও নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হাটহাজারীর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ফারুকী ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।
ফারুকী হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ফারুকী বাবুনগরীর পক্ষে সংবাদমাধ্যমে বিবৃতি ও সংবাদ পাঠাতেন।
এর আগে গত ২২ মে তাঁকে অন্য একটি মামলায় চার দিনের রিমান্ড দিয়েছিল আদালত। ওই মামলার রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ।
চট্টগ্রাম আদালতের জেলা পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, হাটহাজারীর দুই মামলায় ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক মামলায় পাঁচদিন ও আরেক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২২ মে হাটহাজারীর আরেক মামলায় তাঁকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। ওই মামলার রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা। মামলাটিতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তবে নিয়ম অনুযায়ী জবানবন্দি গ্রহণ শুরু করতে আরও সময় লাগবে।
হেফাজতের সাবেক আমির আল্লামা আহমেদ শফি হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলারও আসামি তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। এ নিয়ে ঢাকার বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে চট্টগ্রামের পটিয়া, হাটহাজারী উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আকস্মিক রাস্তায় নামে হেফাজত কর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হাটহাজারী, পটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায়। মাদ্রাসার হেফাজত সমর্থিত ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাটহাজারী থানায় আক্রমণ চালিয়ে থানায় ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন।
এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে এ বছর মার্চ ও এপ্রিলে হাটহাজারীতে ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ নিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয় জন।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৭ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে