Ajker Patrika

স্ত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীর ৫ বছরের কারাদণ্ড

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৯: ০৩
স্ত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীর ৫ বছরের কারাদণ্ড

ফেনীতে স্ত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ  বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আহসান উল্যাহ (৫০)। তিনি দাগনভূঞা উপজেলার বাতশিরি গ্রামের আনা মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী এপিপি দ্বীজেন্দ্র কুমার কংশ বণিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আজকের পত্রিকাকে বলেন, রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার বাসিন্দা আহসান উল্যাহ প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে স্ত্রী খোদেজা বেগমকে নির্যাতন করতেন। তাঁকে বিষ খেয়ে মরে যাওয়ার প্ররোচনা দিতেন। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর খোদেজা বেগম বিষ খেয়ে আত্মহত্যা করেন।  

এ ঘটনায় তাঁর বোন ছায়েরা খাতুন বাদী হয়ে আহসান উল্যাহকে আসামি করে পরের দিন আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ওই বছর ৮ অক্টোবর দাগনভূঞা থানায় মামলাটি গ্রহণ করে। ২০১৪ সালের ২২ মার্চ আহসান উল্যাহকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা এসআই মো. আনিছুল হক সরকার আদালতে চার্জশিট দেন। ২০১৫ সালে ৬ এপ্রিল আদালত চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ মামলার ১০ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে কারাদণ্ড ও জরিমানা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত