Ajker Patrika

৩৫ মিলিমিটার বৃষ্টিপাতে চট্টগ্রামে হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ মে ২০২৩, ২০: ০৩
৩৫ মিলিমিটার বৃষ্টিপাতে চট্টগ্রামে হাঁটুপানি

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিপাতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টিপাতের কারণে কোনো কোনো সড়কে যান চলাচলে ধীর গতি ছিল। 

চট্টগ্রামে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা আজকের পত্রিকাকে বলেন, গত ২৪ ঘণ্টায় (বুধবার বেলা ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৬ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবারও দিনভর অব্যাহত থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

জলাবদ্ধতার কারণে যান চলাচলে ধীর গতি দেখা দেয়। ছবি: আজকের পত্রিকা বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা ২ নম্বর গেট, চকবাজার, ফুলতলা বাজার, কাতালগঞ্জ, ষোলোশহর, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, ডিসি রোড ও পাঠানটুলী। এ ছাড়া আরও কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি উঠে যায়। এসব এলাকায় পানি মাড়িয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। 

নগরের কাপাসগোলা এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, বৃষ্টিতে বাসার গলি পানিতে তলিয়ে গেছে। হাঁটুপানি পেরিয়ে বাসা থেকে কর্মস্থলে যেতে হয়েছে। 

টানা বৃষ্টিপাতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ছবি: আজকের পত্রিকা স্থানীয়রা জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন এলাকার খাল খননের কাজ চলছে। এ ছাড়া নালাগুলো বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। 

এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর জাকির হোসেন রোড, জিইসি মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় যানজট প্রকট আকার ধারণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত