নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরিশাল শহরে বোমা হামলা চালিয়ে নাশকতার পরিকল্পনা মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাঁর নাম মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ (৪৫)। তাঁর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলার সদর থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।
মোহাম্মদ আসলাম খান বলেন, ফেনী সদর থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে বরিশাল শহরে নাশকতা মামলার পলাতক আসামিকে ১৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ সুপার আসলাম জানান, গ্রেপ্তার এমদাদুল হক ও তাঁর আরও ১২ জন সহযোগীকে নিয়ে বোমার সরঞ্জামাদি দিয়ে বোমা তৈরি করে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন।এই ঘটনায় ২০১৭ সালের ৫ এপ্রিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলার অপর আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।
গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসলাম খান জানান, বরিশাল কোতোয়ালি থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের পর থেকে এমদাদ উল্যাহ আত্মগোপনে চলে যান। ২০১০ সালে সৌদি আরবে ওমরা ভিসায় গিয়ে ২০১৪ সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। অবৈধভাবে অবস্থানের দায়ে জেল খেটে ২০১৪ সালে দেশে ফিরে এসে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে শুরু করেন তিনি। আসামি দীর্ঘ ১৭ বছর ধরে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তিনি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা ও ইমামতি করে জঙ্গিবাদে বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
বরিশাল শহরে বোমা হামলা চালিয়ে নাশকতার পরিকল্পনা মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাঁর নাম মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ (৪৫)। তাঁর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলার সদর থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।
মোহাম্মদ আসলাম খান বলেন, ফেনী সদর থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে বরিশাল শহরে নাশকতা মামলার পলাতক আসামিকে ১৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ সুপার আসলাম জানান, গ্রেপ্তার এমদাদুল হক ও তাঁর আরও ১২ জন সহযোগীকে নিয়ে বোমার সরঞ্জামাদি দিয়ে বোমা তৈরি করে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন।এই ঘটনায় ২০১৭ সালের ৫ এপ্রিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলার অপর আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।
গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসলাম খান জানান, বরিশাল কোতোয়ালি থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের পর থেকে এমদাদ উল্যাহ আত্মগোপনে চলে যান। ২০১০ সালে সৌদি আরবে ওমরা ভিসায় গিয়ে ২০১৪ সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। অবৈধভাবে অবস্থানের দায়ে জেল খেটে ২০১৪ সালে দেশে ফিরে এসে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে শুরু করেন তিনি। আসামি দীর্ঘ ১৭ বছর ধরে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তিনি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা ও ইমামতি করে জঙ্গিবাদে বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে পাঁচ লাখ টাকা মূল্যের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরির পর এবার বেশ কিছু রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।
৩ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ধরে আনন্দবাজার, কীর্তনখোলা নদীর পাড়, নবনির্মিত নভোথিয়েটার ভবনসহ আশপাশের এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মঞ্জুকে খুঁজে বেড়ালেও তাঁকে পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে মঞ্জুর মোটরসাইকেলটি ব্রিজে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।
৭ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁরা এ মানববন্ধন করেন। এ সময় বিআরটি প্রকল্পের উড়ালসেতুর টঙ্গী বাজার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর গল্লামারীর উদ্দেশে যাত্রা করছিল একটি ইজিবাইক। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
১ ঘণ্টা আগে