Ajker Patrika

সাতকানিয়ার ভোটকেন্দ্রে সংঘর্ষ, শিশুসহ নিহত ২  

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৪
সাতকানিয়ার ভোটকেন্দ্রে সংঘর্ষ, শিশুসহ নিহত ২   

চট্টগ্রামে সাতকানিয়ার নলুয়া কেন্দ্রে ভোট চলাকালে নৌকার প্রার্থীর পক্ষের লোকজনের হামলায় তাসিব (১৩) ও মো. আব্দুর শুক্কুর (৩২) নামের দুজন নিহত হয়েছে।  

আজ সোমবার দুপুর ১২টায় নলুয়ার ৮নং ওয়ার্ডের বোড় অফিস ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার জসিম উদ্দীনের ছেলে ও মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। নিহত আবদুস শুক্কুর বাজালিয়া ২ নম্বর ওয়ার্ডের বড়দুয়ারা এলাকার  মুহাম্মদ ইউনূসের ছেলে।

নিহতের  বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার।

নিহত তাসিবের চাচা মিজানুর রহমান বলেন, কেন্দ্র দখল, ব্যালটে সীল, স্বতন্ত্র প্রার্থী, এজেন্টদের মারধর ও গোলাগুলির মধ্য দিয়ে সাতকানিয়ায় ১৬ ইউপিতে সকাল থেকে ভোট শুরু হয়েছে। এরমধ্যে নৌকার প্রার্থীর পক্ষের লোকজনের হামলায় তাসিব নিহত হয়েছে।   

মিজানুর রহমান বলেন, কেন্দ্র থেকে বিদ্রোহী প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে ।  

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত