Ajker Patrika

কক্সবাজারে মোবাইল ফোন ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে মোবাইল ফোন ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। এ সময় বিভিন্ন কোম্পানির ১৮টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন, কলাতলী দরিয়ারছড়ি এলাকার মো. মুন্না (২৫), ঝিলংজার চান্দের পাড়ার মো. মাসুদ পারভেজ রানা (২৫) ও কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার মো. শাহ আলম (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতলী এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চক্রে কয়েকজন নারীও রয়েছে। এই চক্রটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শহরে ছিনতাই করে।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তাদের দলে থাকা নারীদের দিয়ে পর্যটকদের প্রতারণা করে মোবাইল, টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। এ সব মোবাইল তারা বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত