চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. সাইয়েদুল ইসলাম বাবু সভাপতি এবং মো. বদরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী ভবনে এই নির্বাচন হয়।
নির্বাচনে আওয়ামী আইনজীবী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী যথাক্রমে ২০৪ এবং ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এই প্যানেল থেকে প্রধান দুটি পদসহ আটটি পদে প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে জ্যেষ্ঠ সহসভাপতিসহ সাতটি পদে জয় পান বিএনপি ও সমমনা প্যানেলের আইনজীবীরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইনজীবী ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল। এর আগে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
দুই প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি এ এন এম মাইনুল ইসলাম (১৯৪ ভোট), সহসভাপতি মো. শাহজাহান আখন্দ (১৮৫ ভোট), যুগ্ম সম্পাদক মো. শরীফ মাহমুদ সায়েম (১৯৪ ভোট), সম্পাদক ফরমস সাজ্জাদুল বোরহান হৃদয় (১৮৯ ভোট), সম্পাদক লাইব্রেরি জাবির হোসেন (২১০ ভোট), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার বিশ্বজিৎ কর রানা (১৮৭ ভোট), জেনারেল অডিটর মো. মামুন হোসেন মিয়াজী (১৮৫ ভোট), রানিং অডিটর শফিকুল ইসলাম রনি (১৯০ ভোট), চেয়ারম্যান রেজিস্টারিং অথোরিটি মো. আবু কাউছার (১৮৭ ভোট)।
তা ছাড়া সম্পাদক রেজিস্টারিং অথরিটি শাহ-ই-জালাল সাব্বির (১৯৪ ভোট), আব্দুল্লাহ আল নাকিব (১৮৫ ভোট), মো. শেখসাদী (১৮১ ভোট), মো. আবির হাসান রনি (১৭৭ ভোট), রেজিস্টারিং অথরিটি সদস্য মো. মামুন হোসেন মিয়াজী (১৮৫ ভোট) পদে নির্বাচিত হয়েছেন।
সমিতির ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সহসভাপতি মো. তৌহিদুল ইসলাম তরুণ, সহসভাপতি মোহাম্মদ কাইউম মোল্লাসহ সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. সাইয়েদুল ইসলাম বাবু সভাপতি এবং মো. বদরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী ভবনে এই নির্বাচন হয়।
নির্বাচনে আওয়ামী আইনজীবী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী যথাক্রমে ২০৪ এবং ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এই প্যানেল থেকে প্রধান দুটি পদসহ আটটি পদে প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে জ্যেষ্ঠ সহসভাপতিসহ সাতটি পদে জয় পান বিএনপি ও সমমনা প্যানেলের আইনজীবীরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইনজীবী ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল। এর আগে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
দুই প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি এ এন এম মাইনুল ইসলাম (১৯৪ ভোট), সহসভাপতি মো. শাহজাহান আখন্দ (১৮৫ ভোট), যুগ্ম সম্পাদক মো. শরীফ মাহমুদ সায়েম (১৯৪ ভোট), সম্পাদক ফরমস সাজ্জাদুল বোরহান হৃদয় (১৮৯ ভোট), সম্পাদক লাইব্রেরি জাবির হোসেন (২১০ ভোট), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার বিশ্বজিৎ কর রানা (১৮৭ ভোট), জেনারেল অডিটর মো. মামুন হোসেন মিয়াজী (১৮৫ ভোট), রানিং অডিটর শফিকুল ইসলাম রনি (১৯০ ভোট), চেয়ারম্যান রেজিস্টারিং অথোরিটি মো. আবু কাউছার (১৮৭ ভোট)।
তা ছাড়া সম্পাদক রেজিস্টারিং অথরিটি শাহ-ই-জালাল সাব্বির (১৯৪ ভোট), আব্দুল্লাহ আল নাকিব (১৮৫ ভোট), মো. শেখসাদী (১৮১ ভোট), মো. আবির হাসান রনি (১৭৭ ভোট), রেজিস্টারিং অথরিটি সদস্য মো. মামুন হোসেন মিয়াজী (১৮৫ ভোট) পদে নির্বাচিত হয়েছেন।
সমিতির ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সহসভাপতি মো. তৌহিদুল ইসলাম তরুণ, সহসভাপতি মোহাম্মদ কাইউম মোল্লাসহ সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে পলাশ চন্দ্র রায় নামে এক ইউনিয়ন পরিষদের সচিবের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব। ভাইরাল হওয়া দুটি ছবিতে দেখা যায়, চেয়ারে বসে তিনি ফেনসিডিল সেবন করছেন। অপর ছবিতে দেখা যায়, তিনি বিছানায় বসে ফেনসিডিল সেবন করছেন।
৬ মিনিট আগেএই ৮টি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল এখনো মনোনয়নপত্র জমা দেয়নি।
১২ মিনিট আগেনরসিংদীতে মোজাম্মেল (২০) নামের এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাতের খাবার খাওয়ার সময় গায়ে পানির ছিটা দেওয়াকে কেন্দ্র করে মোজাম্মেলকে তাঁর দুই বন্ধু হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী শহরতলির হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে এই
১৬ মিনিট আগেরাজশাহীতে জাল নোটসহ শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর সদস্যরা। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
৩২ মিনিট আগে