Ajker Patrika

বন-সাগর ধ্বংসের ‘রাজা’

  • ইয়ার্ডের জন্য জমি ইজারা না দিতে বারবার আপত্তি জানায় বন বিভাগ।
  • জেলা প্রশাসন একই বনভূমি আগে দুবার ইজারা দেয় রাজা কাশেমকে।
  • বনের গাছ কেটে সাবাড়, বালু তুলে দখল করেছেন সাগর।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২: ৫৯
চট্টগ্রামের সীতাকুণ্ডের তুলাতলী এলাকা জাহাজভাঙা শিল্পাঞ্চলের অন্তর্ভুক্ত নয়। এসব জমি মূলত সরকারের বনাঞ্চল। কিন্তু গাছ কেটে বনভূমি ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি ড্রেজিংয়ের মাধ্যমে সাগর থেকে বালু তুলে ইয়ার্ড সম্প্রসারণ করা হচ্ছে। আজকের পত্রিকা
চট্টগ্রামের সীতাকুণ্ডের তুলাতলী এলাকা জাহাজভাঙা শিল্পাঞ্চলের অন্তর্ভুক্ত নয়। এসব জমি মূলত সরকারের বনাঞ্চল। কিন্তু গাছ কেটে বনভূমি ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি ড্রেজিংয়ের মাধ্যমে সাগর থেকে বালু তুলে ইয়ার্ড সম্প্রসারণ করা হচ্ছে। আজকের পত্রিকা

শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ করতে এবার ২০ একর বনভূমি বরাদ্দ চেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের আবুল কাশেম (রাজা কাশেম)। তবে বরাদ্দ পাওয়ার আগেই বনাঞ্চলের গাছ সাবাড় করে ইয়ার্ডের জন্য দোতলা ভবন নির্মাণ করেছেন তিনি। সাগর থেকে বালু তুলে সাগরই ভরাট করেছেন। সম্প্রসারণ করেছেন ইয়ার্ড।

এর আগে একই জায়গায় দুবার শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ করতে গিয়ে বন বিভাগ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) তৎপরতায় ব্যর্থ হন কাশেম।

আবুল কাশেম প্রভাব খাটিয়ে বারবার সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌঘাট ইজারা নিতেন। এ জন্য তিনি ঘাটের রাজা বা রাজা কাশেম হিসেবে পরিচিতি পান।

চট্টগ্রাম জেলা প্রশাসকের তথ্য বলছে, শিপ ব্রেকিং (জাহাজ ভাঙার) ইয়ার্ড নির্মাণের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সলিমপুর মৌজায় ২০ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছেন কোহিনূর আক্তার। বেঙ্গল ওশান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হিসেবে আবেদন করা কোহিনূর সীতাকুণ্ডের বিতর্কিত শিপ ব্রেকার রাজা কাশেমের স্ত্রী। গত ৬ মার্চ জেলা প্রশাসক বরাবর এই আবেদন করা হয়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, বরাদ্দের জন্য আবেদন করা জমি সীতাকুণ্ডের সলিমপুর মৌজা উল্লেখ করলেও তা প্রকৃতপক্ষে তুলাতলী মৌজায়; যা জাহাজভাঙা শিল্পাঞ্চলের বাইরের বনভূমি। একই মৌজায় এর আগে দুবার জেলা প্রশাসন জমি বরাদ্দ দিলেও বন বিভাগের আপত্তির মুখে সরে আসতে হয়েছে। বনভূমি বরাদ্দ না দিতে এবারও তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

এদিকে বেঙ্গল ওশানের আবেদনের পর ওই বনভূমি ইজারা না দিতে ৮ এপ্রিল জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে বেলা।

জেলা প্রশাসন, বন বিভাগ ও বেলার তথ্য অনুযায়ী, বেঙ্গল ওশান এন্টারপ্রাইজের নামে বরাদ্দ চাওয়া একই ব্যক্তি একই জমি আগে কোহিনূর স্টিল ও বিবিসি স্টিল নামে বরাদ্দ নিয়েছিলেন। বরাদ্দ চাওয়া জমিগুলো জাহাজভাঙা শিল্পাঞ্চলে অর্থাৎ সলিমপুর মৌজায় নয়। প্রকৃতপক্ষে জমিগুলো তুলাতলী মৌজায়, যা বনভূমির অন্তর্ভুক্ত।

এই জমি ইজারা না দিতে বারবার আপত্তি জানিয়ে আসছিল বন বিভাগ। কিন্তু আপত্তি উপেক্ষা করে তখনকার জেলা প্রশাসকেরা একই ভূমি দুবার রাজা কাশেমকে ইজারা দিয়েছিলেন।

প্রথম ও দ্বিতীয়বার বরাদ্দ নিয়ে কাশেম সেখানে দ্বিতল ভবন গড়ে তোলেন। কিন্তু ইজারা বাতিল হওয়ার পর তা গুঁড়িয়ে দেওয়া হয়। কাশেমের প্রতিষ্ঠান তা মেরামত করে এবং বরাদ্দ পাওয়ার জন্য আবার আবেদন করে।

গত রোববার সরেজমিনে দেখা যায়, তৃতীয়বার বরাদ্দ পাওয়ার আবেদন করেই সেখানে গাছ কাটা হচ্ছে। সাগর থেকে ড্রেজিংয়ের (খনন) মাধ্যমে বালু তুলে সমুদ্র ভরাট করা হচ্ছে ইয়ার্ড সম্প্রসারণের জন্য।

জানা গেছে, ২০১৯ সালে প্রথম ৭ দশমিক ১০ একর ভূমি শিপইয়ার্ডের জন্য ইজারা পায় কাশেমের বিবিসি স্টিল। কিন্তু তুলাতলী মৌজাটি বনাঞ্চলঘেরা হওয়ায় বেলার আবেদনের পরিপ্রেক্ষিতে এই ইজারা বাতিল করেন উচ্চ আদালত। বিবিসির ইজারা বাতিল হওয়ার পর কাশেম তাঁর স্ত্রী কোহিনূরের নামে নতুন করে একই জমি ইজারার জন্য আবেদন করেন। ২০২২ সালে দ্বিতীয় দফায় একই মৌজা থেকে ৫ একর জমি ইজারা দেওয়া হয় কোহিনূর স্টিলকে।

তখন আদেশ উপেক্ষা করে জমি ইজারা দেওয়ায় আদালত অবমাননার মামলা করে বেলা। ২০২৩ সালের ১ জুন দ্বিতীয়বার ইজারা চুক্তি বাতিল করে জেলা প্রশাসন।

তখন ইজারা বাতিলের নথিতে জেলা প্রশাসন উল্লেখ করে, ইজারাদার গাছপালা কেটে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করেছেন। শিল্প মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তুলাতলী, দক্ষিণ সলিমপুর, চর বাঁশবাড়িয়া এবং বোয়ালিয়া মৌজা অথবা সমুদ্র উপকূলবর্তী অন্য কোনো স্থানে জাহাজভাঙা ইয়ার্ড স্থাপন করা যাবে না।

ইজারাদার একসনা ইজারার শর্ত ভঙ্গ করে শিল্পাঞ্চলবহির্ভূত তুলাতলী মৌজায় ১ নম্বর খাস খতিয়ানের জমি অবৈধভাবে দখল করে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। তাই কোহিনূর স্টিলের একসনা ইজারা বাতিল করা হয়েছে।

কিন্তু ২০২৪ সালের ২৪ মার্চ বিতর্কিত সেই জাহাজভাঙা ইয়ার্ডের ইজারা পুনর্বহালের আদেশ দেয় বিভাগীয় কমিশনার কার্যালয়। এ পর্যায়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে বেলা। এ মামলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) গত বছরের ৯ জুলাই উচ্চ আদালতে হাজির হয়ে ইজারা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে মর্মে মৌখিকভাবে আদালতকে অবহিত করেন।

বেলার আইনজীবী এস হাসানুল বান্না বলেন, আদালতের সুস্পষ্ট ও ধারাবাহিক নির্দেশনা এবং আইনি বিধিনিষেধ থাকায় উত্তর সলিমপুর মৌজার প্রজ্ঞাপিত বনভূমি জাহাজভাঙা ইয়ার্ড নির্মাণের বা ভিন্ন কোনো উদ্দেশ্যে ইজারা দেওয়ার সুযোগ নেই। তাই ওই জমি ইজারা প্রদান থেকে বিরত থাকতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জেলা প্রশাসক থেকে জমি ইজারা, বিআইডব্লিউটিএ, পরিবেশ, কলকারখানা অধিদপ্তর ও বিনিয়োগ বোর্ডের অনুমোদন ছাড়াই এসআরএফপির (শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যান) অনুমোদনের জন্য শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেছে বেঙ্গল ওশান এন্টারপ্রাইজ ও ইমিরাতি ওয়ান এন্টারপ্রাইজ কোম্পানি।

মন্ত্রণালয় আবেদন দুটি নাকচ করে প্রতিষ্ঠান দুটির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার মতামত জানতে চেয়েছে।

এই বিষয়ে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি জহিরুল ইসলাম রিংকু বলেন, ‘বেঙ্গল ওশান ও ইমিরাতি ওয়ান প্রতিষ্ঠান দুটি সলিমপুর এলাকায় ম্যানগ্রোভ ফরেস্ট নিধন করে ইয়ার্ড স্থাপন করছে বলে আমরা জেনেছি। প্রতিষ্ঠান দুটি বিএসবিএর সদস্যভুক্ত নয় বিধায় তাদের কর্মকাণ্ড সম্পর্কে অ্যাসোসিয়েশন অবহিত নয় এবং এর দায়ভারও অ্যাসোসিয়েশনের নয়।’

এই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম আজকের পত্রিকাকে বলেন, বেঙ্গল ওশান ও ইমিরাতি ওয়ান নামের দুটি প্রতিষ্ঠান সীতাকুণ্ডে জমি ইজারার জন্য আবেদন করেছে। তবে ওই জমিতে বনাঞ্চল থাকায় এবং বনাঞ্চল ধ্বংস করায় আগের সব ধরনের ইজারা অনুমোদন বাতিল করা হয়েছে। শিগগির ওই প্রতিষ্ঠান-ইয়ার্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

এই বিষয়ে কথা বলার জন্য রাজা কাশেমের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। তাঁর স্ত্রী কোহিনূর আক্তারকেও ফোন করা হয়। কিন্তু তিনিও রিসিভ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে এক শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক বলেন, ইমিরাতি ওয়ান এন্টারপ্রাইজ কোম্পানি নামে জমি ইজারার জন্য আবেদন করা প্রতিষ্ঠানটি চীনের। এ প্রতিষ্ঠানকে ১০৯ কোটি টাকার বিনিময়ে ব্যক্তি মালিকানাধীন (বিএস খতিয়ানভুক্ত) প্রায় আড়াই একর এবং ২০ একরের বেশি বনের জায়গা দখল করে দিয়েছেন রাজা কাশেম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

ডিজিটাল জাকাত ক্যালকুলেটর ব্যবহারের বিধান

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পরকীয়ার জেরে চিতলমারীতে যুবকের পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী পলাতক

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 
পরকীয়ার জেরে চিতলমারীতে যুবকের পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী পলাতক

বাগেরহাটের চিতলমারীতে পরকীয়ার জেরে লিটন শেখ ওরফে লিটু (৩৭) নামের এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী হাসনা বেগমের বিরুদ্ধে। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। আহত লিটন বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মো. নজরুল শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, পেশায় আইসক্রিম বিক্রেতা লিটন শেখ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মহিলা কলেজ রোডের ওই বাড়িতে বসবাস করতেন। ঘটনার পর থেকে গৃহবধূ হাসনা বেগম পলাতক রয়েছেন।

প্রতিবেশী ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, লিটন শেখ অন্য এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী হাসনা বেগম এই পরকীয়া সহ্য করতে না পেরে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। ঘটনার পর হাসনা বেগম তাঁর দুই সন্তান ও ঘরের মূল্যবান মালপত্র নিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় লিটন শেখকে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

ডিজিটাল জাকাত ক্যালকুলেটর ব্যবহারের বিধান

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নাশকতার প্রস্তুতির অভিযোগ: আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

সাভার(ঢাকা) প্রতিনিধি
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার রাব্বী সরদার। ছবি: আজকের পত্রিকা
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার রাব্বী সরদার। ছবি: আজকের পত্রিকা

নাশকতামূলক কার্যকলাপ এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অন্যতম শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহসম্পাদক মো. রাব্বী সরদারের (২৫) কাছ থেকে একটি সচল রিভলবার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত এই অভিযান চলে। ঢাকা জেলার সকল থানা, অর্থাৎ সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় এই অভিযান চালানো হয়।

পুলিশের বিশেষ অভিযানে সবচেয়ে চাঞ্চল্যকর গ্রেপ্তারটি হলো মো. রাব্বী সরদার (২৫)। গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকার দোকানবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির পর তাঁর হেফাজত থেকে একটি দেশীয় তৈরি রিভলবার (সচল) জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাব্বী সরদার কয়েক মাস ধরে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) বিভিন্ন থানা এলাকার মিছিলের অগ্রভাগে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার পক্ষে ডিএমপিসহ বিভিন্ন জেলায় পোস্টার লাগানোর নেতৃত্ব দেন। পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, তাঁর মোবাইল ফোনে দেশ এবং বিদেশে অবস্থানরত ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ৩১ জনের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন। তাঁদের মধ্যে সাভার থানায় চারজন, আশুলিয়া থানায় তিনজন, ধামরাই থানায় একজন, কেরানীগঞ্জ মডেল থানায় ছয়জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আটজন, নবাবগঞ্জ থানায় সাতজন ও দোহার থানায় দুজন।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তানজিরুল রহমান, বিরুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের তথ্য সম্পাদক মো. ওবায়দুল ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক উপসম্পাদক মো. পারভেজ কবীর ওরফে শাকিব, কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের মন্টু, কালিন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাম, রুহিতপুর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সালমান, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জুয়েল, নবাবগঞ্জ থানাধীন চূড়াইন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন শিপু, নবাবগঞ্জ থানাধীন কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আছিফ চাকলাদার, ঢাকা জেলা তাঁতী লীগের সভাপতি রমজান আলী, দোহার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদ হোসেন খান।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই সক্রিয় কর্মী, মিছিল ও মিটিংয়ে অংশগ্রহণকারী। যেকোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

ডিজিটাল জাকাত ক্যালকুলেটর ব্যবহারের বিধান

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বগুড়ায় স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে স্বামী নিহত

বগুড়া প্রতিনিধি
নিহত মিলন রহমান ওরফে টাইগার মিলন। ছবি: সংগৃহীত
নিহত মিলন রহমান ওরফে টাইগার মিলন। ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে স্বামী মিলন রহমান ওরফে টাইগার মিলন (৪৫) নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহ আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ স্ত্রী মেঘনা বেগম ও তাঁর ছেলে শামিমকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে কাহালু উপজেলার পালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, তিন বছর আগে মিলন ও মেঘনা বিয়ের মাধ্যমে উভয়েই তৃতীয়বারের মতো সংসার শুরু করেন। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মিলন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদকসহ প্রায় ১০টি মামলা রয়েছে। সম্প্রতি মারামারির এক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মিলন ও মেঘনার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। খবর পেয়ে মেঘনার প্রথম পক্ষের ছেলে শামিম সেখানে গিয়ে মা মেঘনার পক্ষ নিয়ে লাঠি দিয়ে মিলনের মাথায় একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ মেঘনা ও তাঁর ছেলে শামিমকে গ্রেপ্তার করে।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তির মা মর্জিনা বেগম বাদী হয়ে মেঘনা ও তাঁর ছেলে শামিমের নামে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

ডিজিটাল জাকাত ক্যালকুলেটর ব্যবহারের বিধান

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাঁদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা নিয়ে সরাইল বাজারের উদ্দেশে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, এই ঘটনায় ট্রাক জব্দসহ ঘাতক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

ডিজিটাল জাকাত ক্যালকুলেটর ব্যবহারের বিধান

এলাকার খবর
Loading...

সম্পর্কিত